শিরোনাম
◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞার থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলার নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আ.লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা (ভিডিও) ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে  ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েলের ফসফরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের

প্রকাশিত : ০১ জানুয়ারী, ২০২০, ১২:১৫ দুপুর
আপডেট : ০১ জানুয়ারী, ২০২০, ১২:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মির্জা আব্বাসকে নিয়ে মনোনয়ন দাখিল করলেন ঢাকা দক্ষিণ বিএনপির মেয়র প্রার্থী ইশরাক

শিমুল মাহমুদঃ মঙ্গলবার দুপুর ২ টা ৪০ মিনিটে রাজধানীর গোপীবাগে সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারে পৌঁছান বিএনপির মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার হোসেন।
এরপর দুপুর ৪ টা ৪৫ মিনিটে যুগ্নসচিব ও রিটার্নিং কর্মকর্তা মোঃ আবুল বাতেন এর হাতে মনোনয়নপত্র জমা দেন।

ইশরাক হোসেনের এর নাম রিটার্নিং কর্মকর্তার কাছে প্রস্তাব করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সমর্থন করেন, দলের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম। তাদের সঙ্গে ছিলেন মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস।

এসময় রিটার্নিং কর্মকর্তার কাছে মির্জা আব্বাস ইভিএম বাতিলের দাবি জানান। রিটার্নিং কর্মকর্তা ইভিএমে ভোট জালিয়াতির কোনো সম্ভাবনা নেই বলে তাদের আশ্বস্থ করেন।

মনোনয়ন দাখিল শেষে সাংবাদিকদের ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, সারাদেশ একটি ক্রান্তিকাল অতিক্রম করছে, দেশে গণতন্ত্র নেই, ভোটের অধিকার নেই।এই নির্বাচনকে ঘিরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঐক্যবদ্ধ হয়েছে। দেশবাসী ও নগরবাসী সকলে মিলে আমরা এর মোকাবেলা করবো।

তিনি বলেন, বিজয় আমাদের নিশ্চিত, 'ইনশাল্লাহ'। বিজয় আমাদের থেকে কেউ নিতে পারবে না। আমরা বিজয় ছিনিয়ে আনবো এবার।

নির্বাচনী পরিবেশ নিয়ে শঙ্কা আছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ইশরাক বলেন, এটা বলার এখনো সময় আসেনি। আরো কিছুদিন পর আমরা বলতে পারব সরকার দলের ভূমিকা কি হচ্ছে।

এসময় তিনি আরো বলেন, উন্নয়নের এই যে একটি ধোয়া উঠেছে। আমরা 'উচ্চ শিক্ষিত' আমরা জানি এই নগরকে কিভাবে উন্নয়ন করতে হয়। বিশ্বের যতো নামকরা বিশেষজ্ঞদেরকে এনে ঢাকার উন্নয়ন করা কোনো ব্যাপার ছিল না যে টাকা গত ১২ বছরে দেশ থেকে পাচার হয়ে গেছে।
তিনি বলেন, সেই অর্থ যদি আজকে বাংলাদেশের অর্থনীতিতে থাকতো। শুধু ঢাকা নয় বাকি ৫ টা মেট্রোপলিটন শহর উন্নত হতো। দেশ একটি উচ্চ মধ্যম আয়ের দেশ হিসেবে পরিণত হতো।

বক্তব্যের শুরুতেই বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মরণ করে খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চান ইশরাক।
রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন তাবিথ আওয়াল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়