শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ৩১ ডিসেম্বর, ২০১৯, ০৯:০৫ সকাল
আপডেট : ৩১ ডিসেম্বর, ২০১৯, ০৯:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেয়র ও কাউন্সিলর পদে মনোনয়ন বঞ্চিতদের মূল্যায়ন করবে উত্তর-দক্ষিণ আ.লীগ

সমীরণ রায় : আসন্ন ৩০ জানুয়ারি ঢাকা উত্তর-দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে মনোনয়ন বঞ্চিতদের মূল্যায়ন করবে নগর আওয়ামী লীগ। ইতোমধ্যে কাউন্সিলর পদে আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিত নেতাদের ঢাকা মহানগর উত্তর-দক্ষিণের কমিটিতে মূল্যায়ন করার নির্দেশ দিয়েছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

জানা গেছে, আওয়ামী লীগের মেয়র পদে দলীয় মনোনয়নপত্র জমা দেন উত্তরে ১২ ও দক্ষিণে ৮জন। তবে উত্তরে আতিকুল ইসলাম ও দক্ষিণে ব্যারিস্টার ফজলে নূর তাপস দলীয় মনোনয়ন পেয়েছেন। আর মনোনয়নবঞ্চিত ১৮জনকে বিভিন্নভাবে মূল্যায়ন করবে দলটি। কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে দলীয় মনোনয়নপত্র জমা দেন ১২৩৪ জন। এরমধ্যে কাউন্সিলর পদে উত্তরে ৫৪ ও দক্ষিণে ৭৫ এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে উত্তরে ১৮ ও দক্ষিণে ২৫জনকে মনোনয়ন দেয়া হয়েছে। মনোনয়ন বঞ্চিত ১ হাজার ৬২ জনকে যোগ্যতার ভিত্তিতে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগে মূল্যায়ন করা হবে।

আওয়ামী লীগের একাধিক শীর্ষ নেতা বলেন, সিটি নির্বাচনে বিজয়ী হতে হবে। সবাইকে বিজয়ী হওয়ার মানসিকতা নিয়ে এগিয়ে যেতে হবে। সবাইকে মনোনয়ন দেয়া সম্ভব হয়নি। যারা মনোনয়ন পাননি তাদের ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগের কমিটিতে মূল্যায়ন করা হবে। তবে যারা চিহ্নিত চাঁদাবাজ, টেন্ডারবাজ, দুর্নীতিবাজ, দাগি সন্ত্রাসী, চিহ্নিত মাদকাসক্ত, মাদক ব্যবসায়ী তাদের দলে জায়গা দেয়া হবে না। আওয়ামী লীগের কোনো ত্যাগী নেতাকর্মী যেন বঞ্চিত না হন, সেটা আমরা খেয়াল রাখবো। আর যারা প্রবীণ তাদের উপদেষ্টামন্ডলীতে রাখা যেতে পারে। কোনো নেতাকর্মীর ত্যাগ বৃথা যাবে না।

আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য কাজী জাফর উল্ল্যাহ বলেন, সিটি নির্বাচনে যারা দলীয় মনোনয়ন পাননি তাদের যোগ্যতা অনুযায়ী জায়গা দেয়ার জন্য মহানগর কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে নির্দেশ দেয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়