শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ৩১ ডিসেম্বর, ২০১৯, ০৮:০৯ সকাল
আপডেট : ৩১ ডিসেম্বর, ২০১৯, ০৮:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার পুলিশের পদক পাচ্ছেন ১১৮ জন

ইসমাঈল হুসাইন ইমু : সেবা, সাহসিকতা ও বীরত্বপূর্ণ ভূমিকার জন্য ২০২০ সালে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) এবং প্রেসিডেন্ট পুলিশ পদক (পিপিএম) পাচ্ছেন ১১৮ জন।

কনস্টেবল থেকে অতিরিক্ত আইজিপি পদমর্যাদার ১১৮ জন সদস্য আগামী ৫ জানুয়ারি পুলিশ সপ্তাহের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে এই পদক নেবেন।
জানা গেছে, এ বছর ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) সাহসিকতা’ পাচ্ছেন ১৪ জন। তারা হলেন- কুমিল্লার মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই মো. আক্তার হোসেন। তাকে মরণোত্তর ওই পদকে ভূষিত করা হবে।

এছাড়া বিপিএম সাহসিকতা পাচ্ছেন র‌্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ, র‌্যাব-২-এর কোম্পানি কমান্ডার মুহম্মদ মহিউদ্দিন ফারুকী, ডিবির উত্তর বিভাগের ডিসি মশিউর রহমান, পুলিশ সদর দফতরের পুলিশ সুপার মীর আবু তৌহিদ, পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত সিটিটিসির উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম, সিসিটিসির অতিরিক্ত পুলিশ সুপার এসএম নাজমুল হক, সিসিটিসির অতিরিক্ত পুলিশ সুপার ও বোমা নিষ্ক্রিয়করণ দলের প্রধান মো. রহমত উল্লাহ চৌধুরী, সিসিটিসির অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবীব, অতিরিক্ত পুলিশ সুপার তৌহিদুল ইসলাম, সিসিটিসির পরিদর্শক মেজবাহ উদ্দিন আহম্মেদ, র‌্যাব সদর দফতরের সার্জেন্ট মো. শহীদুল ইসলাম, বগুড়ার শেরপুর থানার এএসআই মো. নান্নু মিয়া ও র‌্যাব-১-এর সৈনিক মো. রাকিব হোসেন। রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) সাহসিকতা পাচ্ছেন ২০ জন। বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) সেবা পাচ্ছেন ২৮ জন ও রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) সেবা পাচ্ছেন ৫৬ জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়