শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ৩১ ডিসেম্বর, ২০১৯, ০৪:২৪ সকাল
আপডেট : ৩১ ডিসেম্বর, ২০১৯, ০৪:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মার্কিন সেনা হটাতে প্রয়োজনে ভিন্ন পন্থা অবলম্বনের হুঁশিয়ারি মুক্তাদা সাদ্‌রের

রাশিদ রিয়াজ : ইরাকের প্রভাবশালী আলেম ও রাজনৈতিক নেতা মুক্তাদা সাদ্‌র বলেছেন, তিনি মার্কিন সেনা উপস্থিতির অবসান ঘটাতে হাশ্‌দ আশ শাবির সঙ্গে কাজ করতে প্রস্তুত আছেন। ইরাকের জনপ্রিয় আধাসামরিক বাহিনী হাশ্‌দ আশ শাবির কয়েকটি ঘাঁটিতে মার্কিন বিমান হামলার পর তিনি এ কথা বললেন।

মুক্তাদা সাদ্‌র আরও বলেন, তিনি রাজনৈতিক ও আইনসংগত উপায়ে ইরাক থেকে মার্কিন সেনাদের বের করে দিতে চান। কিন্তু রাজনৈতিক ও আইনি পথে কাজ না হলে ভিন্ন পন্থা অবলম্বনেরও হুমকি দেন তিনি।

একইসঙ্গে মুক্তাদা সাদ্‌র জনগণের উদ্দেশে বলেন, ইরাকে হামলার অজুহাত সৃষ্টি করে এমন কোনো কাজ আপনারা করবেন না।

মুক্তাদা সাদ্‌র প্রথম থেকেই ইরাকে মার্কিন সেনা উপস্থিতির বিরোধিতা করে আসছেন। ২০০৩ সালে আগ্রাসন শুরুর পর বহু বছর ধরে মুক্তাদা সাদ্‌রের অনুগত যোদ্ধারা মার্কিন বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছে।

রোববার সন্ধ্যায় ইরাকের জনপ্রিয় বাহিনী হাশ্‌দ আশ শাবির কয়েকটি সামরিক ঘাঁটিতে মার্কিন হামলায় প্রায় ৩০ জন নিহত ও ৫০ জন আহত হয়। ইরাকের সরকার ও রাজনৈতিক নেতারা এই হামলার প্রতিবাদ জানিয়েছেন।

ইরাক সরকার ওই হামলার পর সেদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে এনে প্রতিবাদ জানিয়েছে। ইরাক সরকার বলেছে, এই হামলার ফলে আমেরিকার সঙ্গে তাদের সম্পর্ক ঝুঁকির মুখে পড়েছে। মার্কিন বাহিনী সেদেশের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়