শিরোনাম
◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সেই সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও)

প্রকাশিত : ৩১ ডিসেম্বর, ২০১৯, ০৩:৩৩ রাত
আপডেট : ৩১ ডিসেম্বর, ২০১৯, ০৩:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গুজরাতের কাণ্ডলাবন্দরে বিস্ফোরণের জেরে মৃত ৪

রাশিদ রিয়াজ : আট ঘণ্টা পরেও ট্যাঙ্কের আগুন নিয়ন্ত্রণে আসেনি। কাণ্ডলা দমকলের এক আধিকারিক জানান, পাশের ট্যাঙ্কগুলিতে যাতে আগুন না ছড়ায়, তার জন্য আপ্রাণ লড়াই চালাচ্ছেন দমকলের কর্মীরা। সোমবার গুজরাটের কাণ্ডলা-বন্দরে জোরালো এক বিস্ফোরণের জেরে কমপক্ষে ৪ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনাটি ঘটে কচ্ছের কাণ্ডলা বন্দরের এক বেসরকারি সংস্থায়। সূত্রের খবর, মিথানল স্টোরেজ ট্যাঙ্কে বিস্ফোরণ থেকেই আগুন ছড়িয়ে পড়ে।

দীনদয়াল পোর্ট ট্রাস্টের তরফে জানানো হয়েছে, বিস্ফোরণের তীব্রতায় মিথানল স্টোরেজ ট্যাঙ্কের উপরের অংশ উড়ে গিয়েছে। কাণ্ডলা মেরিন পুলিশ থানায় দায়ের হওয়া অভিযোগ থেকে জানা গিয়েছে, সোমবার বেলা দেড়টা নাগাদ স্টোরেজ টার্মিনালে ৩০৩ নম্বর ট্যাঙ্কের ভিতরে আগুন লাগে। আট ঘণ্টা পরেও ট্যাঙ্কের আগুন নিয়ন্ত্রণে আসেনি। কাণ্ডলা দমকলের এক আধিকারিক জানান, পাশের ট্যাঙ্কগুলিতে যাতে আগুন না ছড়ায়, তার জন্য আপ্রাণ লড়াই চালাচ্ছেন দমকলের কর্মীরা।

সূত্রের খবর, কচ্ছের গান্ধিধান থেকে ১৬ কিলোমিটার দূরে, এম/এস আইএমসি টার্মিনালের স্টোরেজ ট্যাঙ্কের রুটিন পরিদর্শন করছিলেন কোম্পানির নিজস্ব এক কর্মী ও ৩ শ্রমিক। সেসময় এই বিপর্যয় ঘটে। রাত ১০টা পর্যন্ত আগুন নেভেনি। চেষ্টা চালিয়ে যাচ্ছেন দমকল কর্মীরা।

ডেপুটি পুলিশসুপার ধনঞ্জয় সিং বাঘেলা জানান, কাণ্ডলা শহরের টার্মিনালের একটি মিথানল স্টোরেজ ট্যাঙ্কে আচমকা বিস্ফোরণ ঘটে। সেসময় কোম্পনির নিজস্ব এক কর্মী ছাড়াও ৩ শ্রমিক কাজ করছিলেন। বিস্ফোরণের তীব্রকায় ট্যাঙ্কের ছাদ উড়ে গেলে, ওই চার জনের মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে চার জনের মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছেন বনকর্মীরা। মৃতরা হলেন সঞ্জয় ওয়াঘ, সঞ্জয় সাহু, দর্শন রাই ও ওমপ্রকাশ রেগার।

দীনদয়াল পোর্ট ট্রাস্টের তরফে জানানো হয়েছে, ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন রয়েছে। মৃতদেহ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এইসময়

  • সর্বশেষ
  • জনপ্রিয়