শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ৩১ ডিসেম্বর, ২০১৯, ০৬:৩৩ সকাল
আপডেট : ৩১ ডিসেম্বর, ২০১৯, ০৬:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দিরাইয়ে শিশু তুহিন হত্যা : বাবা-চাচাসহ ৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ সুনামগঞ্জের দিরাইয়ে শিশু তুহিন (৫) হত্যা মামলায় বাবা ও চাচাসহ ৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে দিরাই থানা পুলিশ। সোমবার দুপুরে অভিযোগ পত্র দাখিলের বিষয়টি নিশ্চিত করেছেন দিরাই থানা অফিসার ইনচার্জ কেএম নজরুল ইসলাম। অভিযুক্তরা হলো তুহিনের বাবা আব্দুর বাছির, চাচা আব্দুর মোছাব্বির, জামশেদ আলী, নাসির উদ্দিন ও চাচাতো ভাই সাহারুল। সাহারুলের বয়স ১৮ বছরের কম হওয়া তার বিরুদ্ধে শিশু আদালতে পৃথক অভিযোগপত্র দাখিল করা হয়েছে।

দিরাই থানা অফিসার ইনচার্জ কে এম নজরুল ইসলাম বলেন , গত ১৪ অক্টোবর গভীর রাতে ঘুমন্ত শিশু তুহিনকে ঘরের বাইরে নিয়ে হত্যা করা হয়। হত্যার পর হত্যাকারীরা তুহিনের কান ও লিঙ্গ কেটে গাছে ঝুলিয়ে রাখে। তুহিনের পেটে বিদ্ধ দুটি ছুরি সালাতুল ও সোলেমান নাম লেখা ছিল তারা তুহিনের বাবা ও চাচাদের প্রতিপক্ষ। পুলিশের জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তুহিনের চাচা নাছির ও চাচাতো ভাই সাহারুল স্বীকার করে যে তারা এই হত্যাকান্ডে জড়িত ছিল। পরে তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। তিনি বলেন, সাক্ষী প্রমাণের ভিত্তিতে তুহিনের বাবা, চাচা এবং চাচাতো ভাইসহ ৫ জন এ হত্যাকান্ডে জড়িত বলে নিশ্চিত হয়েছে পুলিশ। ফলে তাদের বিরুদ্ধে সোমবার অভিযোগপত্র দাখিল করা হয়েছে। প্রসঙ্গত গত ১৪ অক্টোবর রাত ৩ টার দিকে দিরাই উপজেলার রাজানগর ইউনিয়নের কেজাউড়া গ্রামে পাঁচ বছর বসয়ী শিশু তুহিনকে হত্যা করা হয়। পরে গাছের সঙ্গে ঝুলানো অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় তুহিনের পেটে দুটি ধারালো ছুরি বিদ্ধ ছিল। তার পুরো শরীর রক্তাক্ত, কান ও লিঙ্গ কর্তন করা হয়েছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়