শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ৩১ ডিসেম্বর, ২০১৯, ০৩:০৫ রাত
আপডেট : ৩১ ডিসেম্বর, ২০১৯, ০৩:০৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিজের জীবন নিয়ে আমার মেয়ে খুশি, কিন্তু আমি চিন্তায় থাকি, বললেন গ্রেটা থানবার্গের বাবা

আসিফুজ্জামান পৃথিল : নিজের মেয়ে জলবায়ু রক্ষার সংগ্রামে সবার সামনে থেকে নেতৃত্ব দেবেন শুরুতে এটিকে ভালো ধারণা মনে হয়নি সাবান্তে থানবার্গের। ১৬ বছর বয়সী গ্রেটা থানবার্গের দ্বারা অনুপ্রাণিত হয়েছেন কোটি কোটি মানুষ। কিন্তু তার বাবা বলছেন, মেয়ে স্কুলে না গিয়ে পার্লামেন্টের সামনে বসে ধর্মঘট করবে, এই সিদ্ধান্তে শুরু থেকেই তিনি অসহযোগীতা করে গেছেন। বিবিসি

বিবিসিকে দেয়া স্বাক্ষাৎকারে সভান্তে বলেছেন, একজন অ্যঅকটিভিস্টে পরিণত হতে পেরে গ্রেটা বেশ আনন্দে আছে। কিন্তু বাবা হিসেবে তাকে চিন্তিত থাকতে হয়, কারণ তার মেয়েকে প্রভাবশালীদের ঘৃণা মোকাবেলা করতে হচ্ছে। গ্রেটার বাবা জানান, এই ধর্মঘট শুরুর আগে ৩ থেকে ৪ বছর তার মেয়ে ব্যাপক বিষন্নতার মধ্যে কাটিয়েছে। সভান্তে বলেন, ‘সে কথা বলা বন্ধ করে দিয়েছিলো, স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছিলো। একসময় সে খাওয়াদাওয়া বন্ধ করে দিলো। বাবা-মা হিসেবে এটি ছিলো আমাদের জন্য দু:স্বপ্ন।’

একপর্যায়ে মেয়েকে বেশি সময় দিতে লাগলেন সভান্তে। গ্রেটার মা অপেরা শিল্পী মালেনা এরনমান নিজের কনসার্টগুলো বাতিল করলেনযেনো পুরো পরিবার একসঙ্গে সময় কাটাতে পারে। এক পর্যায়ে তারা গ্রেটাকে চিকিৎসকের কাছে নিয়ে যান। চিকিৎসক জানান, আসপেরগের নামের এক বিশেষ ধরণের অটিজমে ভুগছে গ্রেটা। এ ক্ষেত্রে রোগীরা সবকিছু একটু আলাদা চোখে দেখতে চায়। এরপর কয়েকবছর ধরে জলবায়ু পরিবর্তন নিয়ে গবেষলা ও পড়াশোনা করেছে গ্রেটা। একসময় সম্পূর্ণভাবে সে এই বিষয়টিতে ডুবে যায়। সে সময় থেকেই সে তার বাবামাকে ভণ্ড বলে ডাকা শুরু করে গ্রেটা। তার অভিযোগ ছিলো বাবা মা পৃথিবীকে বাঁচানোর জন্য কোনও উদ্যোগই নেননি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়