শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ৩১ ডিসেম্বর, ২০১৯, ১২:৫৯ দুপুর
আপডেট : ৩১ ডিসেম্বর, ২০১৯, ১২:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরকার পতনে পাড়ায় পাড়ায় কমিটি করার আহ্বান মান্নার

শিমুল মাহমুদ : সোমবার রাজধানীর মৎস্য ভবনের সামনে 'গণতন্ত্র উদ্ধার আন্দোলন' এর ব্যানারে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এ আহবান জানান। নেতাকর্মীদের উদ্দেশ্যে নাগরিক ঐক্যের এ আহ্বায়ক বলেন, যত তাড়াতাড়ি এই সরকারকে কার্ড দেখাবো পারবো ততো তাড়াতাড়ি বিদায় হবে। আর এই কার্ড আপনাদের কার্যকর করতে হবে। অতএব হিসাব করেই নামছি। তৈরি থাকেন, এই সরকার পতনে সর্বোচ্চ কর্মসূচি দেব।

মাহমুদুর রহমান মান্না বলেন, আজকে আমরা এই জায়গায় সভা করছি এই সাহস তো আমাদেরও আছে। অনেকেই তো সভা করতে পারে নাই। আমরা মিছিল করতে চেয়েছিলাম অনুমতি দেয়নি। এখন যেহেতু নিয়ম হয়েছে পুলিশের অনুমতি নিতে হবে। আমি বললাম, চিঠি দিব আমাকে সমাবেশ করার অনুমতি দিতে হবে। আপনারা সমাবেশ করার অনুমতি দিলে দিবেন না হলে না দিবেন। আমি সমাবেশ করবো।

বিএনপি চেয়ারপারসনের খালেদা জিয়ার মামলা প্রসঙ্গে তিনি বলেন, তিনবারের প্রধানমন্ত্রীর আড়াই কোটি টাকা মামলায় ১৫ বছরের জেল। ফাইজলামির তো একটা সীমা আছে! কেউ কেউ ১০০ কোটি টাকার খেলাপি ঋণ হয়ে নির্বাচন করেন, এমপি হন। কেউ কেউ দেশের মন্ত্রী আছেন যাদের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। তারা বেল পেয়েছেন, মন্ত্রী হয়েছেন, মন্ত্রিত্ব করছেন। কিন্তু বেগম জিয়াকে ছাড়া হয় না।

আমি বলি, তাকে কি এমনি এমনি ছাড়বে? এই যে হাতজোড় করবেন, মিনতি করবেন কোন লাভ হবে না। আপনাদের দাঁড়াতে হবে একসাথে, একত্রে।
তিনি বলেন, আজকে ডাকসুর ভিপি কে সকালে বিকালে পিটায়। কিন্তু এক ডাকসুর ভিপি পতাকা তুলেছিলেন স্বাধীনতার। লাখো মানুষের জীবন গেছে এই পতাকা নামাতে পারেনি। তাই বলছি, এরকম শক্তি হাতের মধ্যে আনেন। মনের মধ্যে সেই বিশ্বাস ঈমান আনেন। আমি যা শপথ করব তা করে ছাড়বো। কোন পুতু পুতু করলে চলবে না। বলবেন, দেখি পুলিশ কি করে। দেখি, কোর্ট কি করে। এই দেখতে দেখতে সবই গেছে কিছু করতে পারি নাই।

তিনি আরো বলেন, অনেকেই বলে বেড়ায়। বাপরে তার এত ক্ষমতা! কেউ কিছু করতে পারে না। কিন্তু ইতিহাস বলে পিঁপড়ার কামড়ে বিরাট প্রাণী মারা গেছে। বাংলাদেশের মানুষ যদি এই পিঁপড়ার মত হয় তাহলে ১৭ কোটি পিঁপড়া এক করতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়