শিরোনাম
◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও)

প্রকাশিত : ৩১ ডিসেম্বর, ২০১৯, ১২:১১ দুপুর
আপডেট : ৩১ ডিসেম্বর, ২০১৯, ১২:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কাউকে ছোট করতে নয়, ‘মানব কুকুর’ এক্সপেরিমেন্টের জন্য ‘পারফরর্মিং আর্ট’ করা হয়েছিলো কো আর্টিস্ট সেঁজুতি

লাইজুল ইসলাম: সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থী আরো বলেন, এটি একটি কাজ মাত্র। এটা আমাদের নৈতিক ও রাজনৈতিক স্থিতিশীলতা বা আরো ভালো কোনো সামাজিক অবস্থার চিত্র দেখায় না। বরং সমাজ আমাদের ওপর যে সিস্টেম চাপিয়ে দিয়েছে সেটাই ফুটে উঠেছে। আমরা যে কাজটা করেছি এই কাজের প্রতি দৃষ্টিভঙ্গি এবং এই কাজটাকে সাধারণ মানুষ কীভাবে নিয়েছে সেটাই আমরা দেখতে চেয়েছি। এটা একটি পারফর্ম মাত্র। আমরা এক ঘণ্টা পারফর্ম করতে চেয়েছিলাম। কিন্ত পুলিশ আমাদের আটকে দেয়।

তিনি আরো বলেন, এ ধরনের কর্ম আগেও অন্যান্য দেশে হয়েছে। আমাদের জন্য এটি নতুন। এই পরফর্মের মাধ্যমে তুলে ধরা হয়েছে, সমাজ আমাদের ওপর যে বিষয়গুলো চাপিয়ে দিয়েছে তা আমরা বয়ে বেড়াচ্ছি। এই চিন্তাটা তার নয় বলে দাবি করে জানান, পারফর্মে আমি একজন কো আর্টিস্ট মাত্র। মূল চিন্তা ভাবনাটি ছিলো তার বিশ্ববিদ্যালয়ের বড় ভাই টুটুল চৌধুরির।

তিনি অভিযোগ করে বলেন, রিপোর্ট করে ফেইসবুক বন্ধ করে দেয়া হয়েছে। বিভিন্ন ভাবে তাকে মোবাইলে হুমকি দেয়া হচ্ছে। এমতাবস্থায় কারো ফোন ধরতেও ভয় পাচ্ছেন বলে জানান তিনি।

এমন ধরনের পারফর্ম হতেই পারে, তবে সেটি সমাজের ওপর কেমন প্রভাব ফেলবে তাও আমাদের দেখা প্রয়োজন বলে মনে করেন সাবেক সংস্কৃতি মন্ত্রী আসদুজ্জামান নূর। তিনি আরো বলেন, দেশের আইন-শৃঙ্খলার সঙ্গেও সংঙ্গতিপূর্ণ হলে আরে ভালো হয়।

অপরাধ বিশ্লেষক তৌহিদুল হক বলেন, এই পারফর্মের ঘটনা সবাইকে নারা দিয়েছে। জনগণের অবস্থা ও সমাজিক অবস্থার আরো উন্নতির প্রয়োজন, আর তা না হলে সামনের দিনগুলোতে মানুষের এই অবস্থাই হবে বলে এই পারফর্মের মাধ্যমে তুলে ধরা হয়েছে।

১৯৬৮ সালে ফেব্রুয়ারিতে অস্ট্রিয়ার ভিয়েনা শহরের রাস্তায় প্রথম দেখা যায় এ পারফর্মিং আর্ট। এর অর্থ হলো কার্টুনে যেমন বিভিন্ন প্রাণীকে মানুষের মতো কথা বলেতে দেখা যায়, তেমনি এখানেও মানুষকে প্রানীর চরিত্রে দেখানো হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়