শিরোনাম
◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ৩১ ডিসেম্বর, ২০১৯, ১২:০০ দুপুর
আপডেট : ৩১ ডিসেম্বর, ২০১৯, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মৌলভীবাজারে অবৈধ বালু উত্তোলনের ফলে রাস্তা ও জমিতে ভাঙ্গন

স্বপন দেব, মৌলভীবাজার : মৌলভীবাজারের বড়লেখার উত্তর শাহবাজপুর ইউপির জলংগা ছড়া থেকে অবৈধভাবে লাখ লাখ টাকার বালু উত্তোলন করছে একটি প্রভাবশালী মহল। বালু খেকো এচক্রের তান্ডবে জলংগা ছড়ার তীরবর্তী রাস্তা ও কৃষি জমিতে ভাঙ্গন দেখা দিয়েছে। এরইমধ্যে বিভিন্ন এলাকায় কৃষি জমি ও রাস্তা ছড়া গর্ভে বিলিন হয়ে গেছে।

জানা গেছে, উপজেলার উত্তর শাহবাজপুর ইউপির জলংগা ছড়া পূর্বদিকে কুমারশাইল চা বাগান, চানপুর গ্রামসহ কয়েকটি গ্রাম ঘেষে শাহবাজপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের দক্ষিণ হয়ে পশ্চিম দিকে প্রায় এক- দেড় কিলোমিটার গিয়ে সোনাই নদীতে পতিত হয়েছে। পরিবেশগত কারণে জলংগা ছড়া বালু মহালটির ইজারা বন্ধ রাখে জেলা প্রশাসন। কিন্তু স্থানীয় প্রভাবশালীরা এ ছড়া থেকে অবৈধভাবে প্রতিনিয়ত লাখ লাখ টাকার বালু তুলে পাচার করছে। এতে সরকারের রাজস্ব হারানোর সাথে হুমকিতে পড়েছে ছড়া তীরবর্তী রাস্তা ও কৃষি জমি। বর্ষায় কৃত্রিম বন্যায় তলিয়ে যাওয়ার আশংকা রয়েছে ফসলি জমি ও বিভিন্ন গ্রামের রাস্তা-ঘাট।

জানা যায়, জলংগা ছড়ার কুমার শাইল ও চানপুর গ্রাম এলাকায় বিভিন্ন স্পটে অবৈধভাবে বালু উত্তোলন করতে দেখা গেছে। ছড়ার তীর ঘেষে বালু তোলায় বিভিন্ন স্থানে ব্যাপক ভাঙ্গনের সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী এলাকাবাসী জানান, প্রভাবশালীরা শ্রমিক নিযুক্ত করে চানপুরের মোতাহির আলীর বাড়ির সামনেসহ বিভিন্ন স্পটে বালু উত্তোলন করে স্তুপ করে রাখে। সন্ধ্যার পর ট্রাক ও ট্রাক্টরে করে বিভিন্ন স্থানে পাচার করছে। বালু বাহী ট্রাকের ভারে নষ্ট হচ্ছে গ্রামীণ কাঁচা রাস্তা। প্রতি দিন লাখ লাখ টাকার বালু পাচার হলেও স্থানীয় প্রশাসন নীরব। অবৈধ বালু উত্তোলনের ফলে ছড়া তীরবর্তী রাস্তা ও ফসলি জমি ভেঙ্গে নদী গর্ভে বিলিন হয়ে যাচ্ছে।

উপজেলা নির্বাহী অফিসার মো. শামীম আল ইমরান জানান, জলংগা ছড়া বালু মহালের ইজারা বন্ধ রেখেছে সরকার। এ ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হলে খোঁজ নিয়ে তা বন্ধের ব্যবস্থা নিবেন। সম্পাদনা : জেরিন মাশফিক

  • সর্বশেষ
  • জনপ্রিয়