শিরোনাম
◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সেই সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও)

প্রকাশিত : ৩০ ডিসেম্বর, ২০১৯, ১১:০৬ দুপুর
আপডেট : ৩০ ডিসেম্বর, ২০১৯, ১১:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাষ্ট্রপতি এরশাদের শাসনামলে বাংলাদেশের মানুষের ব্যবসা-বাণিজ্য এবং জীবনের নিরাপত্তা ছিলো, জি এম কাদের

শাহীন খন্দকার : সোমবার জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, জাতীয় পার্টি দেশের মানুষের প্রত্যাশা পূরণের রাজনীতি করছে। দেশের মানুষ এখনো জাতীয় পার্টিকে আশা পুরণের অন্যতম শক্তি মনে করে।

তিনি বলেন, দেশের মানুষ বিশ্বাস করে পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের শাসনামলে দেশের মানুষ ভালো ছিলো। মানুষের জীবনের নিরাপত্তা ছিলো, দুর্নীতি, সন্ত্রাস ও মাদকের বিস্তার ছিলো না।

জি এম কাদের বলেন, জাতীয় পার্টিই দেশ ও দেশের মানুষের কল্যাণে অন্যতম শক্তি। বক্ততায় নেতাকর্মীদের উদ্দেশ্যে দলকে শক্তিশালী করতে -নির্দেশনা দেন জাতীয় পার্টি চেয়ারম্যান। সোমবার জাপা চেয়ারম্যানের বনানী অফিসে জাতীয় মটর শ্রমিক পার্টি নেতৃবৃন্দ জাতীয় পার্টির নব-নির্বাচিত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এবং মহাসচিব মসিউর রহমান রাঙ্গাকে ফুলের শুভেচ্ছা জানান। এসময় জাতীয় পার্টি চেয়ারম্যান উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশ্যে বক্তৃতা করেন।

এসময় জাতীয় পার্টি মহাসচিব ও বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা এমপি বলেন, জাতীয় পার্টি এখন অনেক বেশি ঐক্যবদ্ধ এবং শক্তিশালী। জাতীয় পার্টি মানুষের আস্থা অর্জন করে পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের নতুন বাংলাদেশ গড়তে কাজ করছে।

জাতীয় মটর শ্রমিক পার্টির সভাপতি মোস্তাকুর রহমান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, জিয়া উদ্দিন আহমেদ বাবলু, মুজিবুল হক চুন্নু এমপি, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, জাতীয় পার্টির নেতা গোলাম কিবরিয়া টিপু, সুনীল শুভ রায়, এস.এম. ফয়সল চিশতী, শফিকুল ইসলাম সেন্টু, ব্যারিস্টার দিলারা খন্দকার, এ্যাড. রেজাউল ইসলাম ভূঁইয়া, লিয়াকত হোসেন খোকা এমপি, নাজমা আক্তার এমপি, মোস্তাকুর রহমান মোস্তাক, আহসান আদেলুর রহমান এমপি, এস.এম. ইয়াসির, সুলতান মাহমুদ, এম.এ. রাজ্জাক খান প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়