শিরোনাম
◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৭ বস্তা টাকা, গণনা চলছে ◈ তীব্র তাপপ্রবাহ, শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধের দাবি ◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক

প্রকাশিত : ৩০ ডিসেম্বর, ২০১৯, ০৬:৩৭ সকাল
আপডেট : ৩০ ডিসেম্বর, ২০১৯, ০৬:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেক্সাসের গীর্জায় গোলাগুলি, হামলাকারীসহ ৩ জন নিহত

শাহনাজ বেগম : যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট ওর্থের হোয়াইট সেটেলমেন্টের ওয়েস্ট ফ্রিওয়ে চার্চে সকালে বন্দুকধারীর গুলিতে প্রার্থনারত দুই ব্যক্তি নিহত হয়েছেন। এসময় চার্চের সশস্ত্র সদস্যের পাল্টা গুলিতে বন্দুকধারীরও মৃত্যু হয়েছে বলে হোয়াইট সেটেলমেন্টের পুলিশ প্রধান জেপি বেভারিং নিশ্চিত করেছেন। তিনি চার্চের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত স্বেচ্ছাসেবকদের ভূমিকার প্রশংসা করে বলেন, টেক্সাস পুলিশ ঘটনার তদন্ত করছে। রোববার স্থানীয় সময় বেলা ১২টার দিকে চার্চে এ গোলাগুলির ঘটনা ঘটে। বিবিসি

চার্চ অব ক্রাইস্টে এদিনের সকালের প্রার্থনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচার করা হচ্ছিলো। এতে দেখা যায় চার্চের ওই কক্ষে লোকজনে পরিপূর্ণ ছিলো। সেসময় বন্দুকধারী একটি বেঞ্চ থেকে উঠে দাঁড়ায় এবং তার শটগান বের করে প্রার্থনারত দুই ব্যক্তিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। চার্চের নিরাপত্তারক্ষী দ্রæত বন্দুকধারীকে লক্ষ্য করে গুলি করলে সে মেঝেতে লুটিয়ে পড়ে। বন্দুকধারীর গুলিতে আহত দুই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয় এবং চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

ভিডিওতে চার্চের আরও অনেক সদস্যকে বন্দুকধারীর দিকে পাল্টা বন্দুক তাক করতে দেখা গেলেও, তাদের কেউ গুলি ছুড়েছিলেন কিনা জানা যায়নি। চার্চে গোলাগুলির সময় ভেতরে অবস্থানরত অসংখ্য প্রার্থনাকারীকে নিচু হয়ে বেঞ্চের পেছনে লুকিয়ে থাকতে দেখা যায়। আতঙ্কে তাদেরকে চিৎকার করতেও দেখা গেছে। ওয়েস্ট ফ্রিওয়ে চার্চ অব ক্রাইস্টের কর্মকর্তা জ্যাক কামিংস জানান, বন্দুকধারীর ‘রহস্যজনক আচরণ’ আগেই চার্চের নিরাপত্তা দলের দৃষ্টি আকর্ষণ করেছিলো। আগ্নেয়াস্ত্র বহনে অনুমতিপ্রাপ্ত স্বেচ্ছাসেবকদের নিয়েই চার্চের নিরাপত্তা দলটি গঠন করা হয়েছিলো বলে জানান তিনি। সম্পাদনা : রাশিদুল

  • সর্বশেষ
  • জনপ্রিয়