শিরোনাম
◈ ইরানের ইস্পাহানে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান

প্রকাশিত : ৩০ ডিসেম্বর, ২০১৯, ০৫:১৪ সকাল
আপডেট : ৩০ ডিসেম্বর, ২০১৯, ০৫:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোটর সাইকেল নিয়ে মক্কার পথে বাংলাদেশী দুই তরুণ, উদ্দেশ্য উমরা পালন

জেবা আফরোজ: বাংলাদেশের দুই তরুণ আবু সাঈদ ও মাসদাক চৌধুরীর বাইক নিয়ে মক্কার পথে যাত্রা করেছেন। দীর্ঘ দুই মাস বাইক চালিয়ে তারা সৌদি আরবে পৌঁছাবেন। সেখানে পৌঁছে তারা পবিত্র ওমরা আদায় করবেন। ইত্তেফাক

আবু সাঈদের বাড়ি ফেনীতে এবং মাসদাক চৌধুরীর বাড়ি চট্টগ্রাম। দুইজনেই প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন। দেশের বিভিন্ন পর্যটন এলাকা ঘুরে দেখেছেন।

সাঈদ-মাসদাক নিজেদের নাম দিয়েছেন ‘ওভার ল্যান্ড মুসাফির’। তারা বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশ ত্যাগ করেছেন। কলকাতা, বেনারস, অমৃতসর ও পাঞ্জাব হয়ে ওয়াগাহ সীমান্ত দিয়ে পাকিস্তানের লাহোরে পৌঁছান।

তারা বর্তমানে লাহোর হয়ে করাচিতে অবস্থান করেছেন। সেখান থেকে বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটা যাবেন। কোয়েটা থেকে পাকিস্তান-ইরানের সীমান্ত এলাকা তাফতান বর্ডার দিয়ে ইরানে প্রবেশ করবেন।

সংযুক্ত আরব আমিরাতের শারজা থেকে দুবাই হয়ে সৌদি পৌঁছাবেন। পাকিস্তান সরকারের কাছ থেকে ট্রাভেল-সংক্রান্ত অনুমতিপত্র নেওয়ার জন্য ২-৪ দিন পাকিস্তানে থাকতে হবে। কাগজপত্র পেলে পাকিস্তান-ইরান সীমান্ত তাফতান বর্ডার দিয়ে ইরান প্রবেশ করবেন।

২৪ দিনের ভ্রমণে প্রায় ৭ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন। তাদের ভ্রমণের অর্থায়ন করেছে ‘রয়েল এন্টারপ্রাইজ, এমআরএফ টায়ার, আইফিক্সিট বিডি ও এমটি হেলমেটস বাংলাদেশ চারটি বেসরকারি প্রতিষ্ঠান। সবকিছু ঠিক থাকলে সৌদি পৌঁছাতে তাদের দুই মাস লাগবে। এখনো পথ পাড়ি দিতে হবে প্রায় ২০ হাজার কিলোমিটার পথ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়