শিরোনাম

প্রকাশিত : ৩০ ডিসেম্বর, ২০১৯, ০৩:০৮ রাত
আপডেট : ৩০ ডিসেম্বর, ২০১৯, ০৩:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিডনিতে নববর্ষের আতশবাজির বিরুদ্ধে পিটিশন, তবুও হবে উদযাপন

আসিফুজ্জামান পৃথিল : প্রতিবছরই সিডনির অপেরা হাউজকে কেন্দ্র করে নববর্ষের রাতে হয়ে থাকে বড় ধরণের আতশবাজি উদযাপন। এ বছর এই ব্যয়বহুল অনুষ্ঠানের বিরুদ্ধে পিটিশন দাখিল করেছে একটি প্রতিষ্ঠান। তাদের দাবি এই অর্থ সিডনির আশেপাশে চলমান দাবানল মোকাবেলায় ব্যয় করতে হবে। এএফপি।

তবে কর্তৃপক্ষ জানিয়েছে, তারা এই ঐতিহ্যবাহী অনুষ্ঠান বাতিল করবেন না। এ বছর মোট ৬৫ লাখ অস্ট্রেলিয়ান ডলারের আতশবাজী পোড়ানো হবে। চেঞ্জ ডট ওআরজি তাদের পিটিশনে বলেছে, আতশবাজী পোড়ানোর চেয়েও অনেক বেশি প্রয়োজন স্বেচ্চাসেবী আর খড়াপীড়িত কৃষকদের অর্থ। এছাড়াও পিটিশনে বলা হয়েছে, এই আতশবাজী সিডনির মানুষের শ্বাসপ্রশ্বাসের সমস্যা করতে পারে, কারণ শহরটির বাতাসে ইতোমধ্যেই যথেষ্ট ধোঁয়া রয়েছে। গত কয়েক সপ্তাহ ধরেই সিডনি এবং অস্ট্রেলিয়ার বড় শহরগুলিকে ঢেকে রেখেছে দাবানলসৃষ্ট বিষাক্ত ধোঁয়া।

সিডনির আশেপাশের এলাকায় গত কয়েক মাস ধরে জ¦লছে তীব্র দাবানল। তবে ২০১৯ সালে এটিই অস্ট্রেলিয়ার একমাত্র দূর্যোগ নয়। দেশটিকে এ বছর একইসঙ্গে বন্য, খরা এবং দাবানল মোকাবেলা করতে হয়েছে। সিডনির এক নগর মুখপাত্র জানিয়েছেন, তারা এই পিটিশনের বিষয়ে সহানুভূতিশীল কিন্তু ঐতিহ্যের ধারাবাহিকতা ভাঙতে রাজি নন। তাই এই অনুষ্ঠান অবশ্যই হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়