শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ৩০ ডিসেম্বর, ২০১৯, ০২:৪০ রাত
আপডেট : ৩০ ডিসেম্বর, ২০১৯, ০২:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুই আবাহনীর সঙ্গে ফেডারেশন কাপের কোয়ার্টার ফাইনালে সোমবার মাঠে নামবে মোহামেডানও

রাকিব উদ্দীন : দেশের ঘরোয়া ফুটবলে মৌসুমের প্রথম টুর্নামেন্ট ফেডারেশন কাপ গ্রুপপর্বের লড়াই শেষ হয়েছে। আগামীকাল থেকে মাঠে গড়াচ্ছে শেষ আটের লড়াই। ১৩ দল থেকে ছিটকে গেছে শেখ রাসেল ও শেখ জামালসহ পাঁচটি দল। তবে কপাল খুলেছে ধুকতে থাকা মোহামেডানের।

আগামীকাল সোমবার কোয়ার্টার ফাইনালের দুটি ম্যাচ মাঠে গড়াবে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকাল সাড়ে তিনটায় ঢাকা আবাহনীর মুখোমুখি হবে রহমতগঞ্জ। অপর ম্যাচে সন্ধ্যা সাড়ে ছয়টায় চিটাগং আবাহনী খেলতে নামবে মোহামেডানের বিরুদ্ধে।

এর আগে টুর্নামেন্টটির গ্রুপ ‘এ’ থেকে শেষ আট নিশ্চিত করে ঢাকা আবাহনী ও বাংলাদেশ পুলিশ এফসি। কিন্তু ভাগ্য সহায় হয়নি আরামবাগের। দুটি ম্যাচেই বড় ব্যবধানে হেরে ফেডারেশন কাপ থেকে ছিটকে যায় দলটি। গ্রুপ ‘বি’ থেকে শেষ আটে উঠার লড়াইয়ে চিটাগং আবাহনীর পথ ধরে বসুন্ধরা কিংস। গ্রুপ পর্বের দুই ম্যাচেই হেরে শেষ আটে উঠার লড়াইয়ে টিকতে পারেনি ব্রাদার্স ইউনিয়ন।

টুর্নামেন্টের গ্রুপ ‘সি’ থেকে নকআউট পর্ব নিশ্চিত করে সাইফ স্পোর্টিং ক্লাব ও রহমতগঞ্জ। অপরদিকে প্রথম ম্যাচে ড্র করলেও দ্বিতীয় ম্যাচ হেরে শেষ আট থেকে ছিটকে পড়ে শেখ জামাল। ‘ডি’ গ্রুপ থেকে নকআউট পর্ব নিশ্চিত করে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র ও মোহামেডান। প্রথম ম্যাচ জয়ের দেখা পেলেও পরবর্তী দুই ম্যাচ ড্র করে শেষ আট হাতছাড়া হয় শেখ রাসেলের। অপরদিকে গ্রুপের তিনটি ম্যাচেই হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় উত্তর বারিধারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়