শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ৩০ ডিসেম্বর, ২০১৯, ০১:০১ রাত
আপডেট : ৩০ ডিসেম্বর, ২০১৯, ০১:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রশাসনকে জনগণের আস্থা অর্জন করতে হবে, বললেন দুদক চেয়ারম্যান

স্বপন দেব, মৌলভীবাজার প্রতিনিধি: দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, রাষ্ট্রের মালিক হচ্ছেন জনগণ আর সরকারি চাকুরীজীবিরা হলেন জনগণের সেবক।প্রশাসনকে জনগণের আস্থা অর্জন করতে হবে। যাতে দেশের প্রতিটি লোক সঠিকভাবে সরকারি সেবাগুলো পায় এবং প্রশাসনের প্রতি যেনো আস্থাশীল হয়।

রোববার(২৯ ডিসেম্বর) সকাল ১১ টায় মৌলভীবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দুর্নীতিমুক্ত সরকারি সেবা ‘দুর্নীতির অভিযোগের প্রকৃতি’ বিষয়ে মৌলভীবাজার জেলা পর্যায়ের সকল কর্মকর্তাদের সাথে মাঠ পর্যায়ে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক আলোচনা সভায় প্রধান অথিতির বক্তব্য তিনি এসব কথা বলেছেন।

তিনি আরও বলেন,আমাদেরকে চেয়ারের মায়া ত্যাগ করতে হবে,আমরা চলে যাবো কিন্তু চেয়ারটা তার জায়গায়ই থাকবে তাই আমরা যে জায়গায় আছি সে জায়গা থেকে জনগণের আস্থা অর্জন করে দেশকে এগিয়ে নিতে হবে। জনগণ যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হয় সেদিকে আমাদের সকলকে নজর দিতে হবে। তিনি বলেন, আমরা যে সকল দুর্নীতির অভিযোগ পেয়েছি তা নির্মুলের চেষ্টা করেছি। তাই আমাদের সবাইকে দূর্নীতির বিরুদ্ধে সজাগ থাকতে হবে।

মোলভীবাজার জেলা প্রশাসক নাজিয়া শিরিনের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন,মৌলভীবাজার জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ, সিভিল সার্জন ডা. শাহজান কবির চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মল্লিকা দে, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানিয়া সুলতানা, মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ ডঃ মো. ফজলুল আলীসহ জেলার সকল শ্রেনীর সরকারি কর্মকর্তা ও কর্মচারি উপস্থিত ছিলেন। সম্পাদনা: জেরিন মাশফিক

  • সর্বশেষ
  • জনপ্রিয়