শাহনাজ বেগম : আফগানিস্তানের দক্ষিণে হেলমান্দ প্রদেশের সামরিক ঘাঁটিতে শনিবার (২৮ ডিসেম্বর) তালেবান হামলায় হতাহতের খবর নিশ্চিত করেছে দেশটির কর্তৃপক্ষ। এক বিবৃতিতে তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এ হামলার দায় স্বীকার করেছে। আল-জাজিরা
ওই প্রদেশটির গভর্ণরের মুখপাত্র ওমর জাওয়াক জানান, শুক্রবার গভীর রাতে সামরিক ঘাঁটিতে শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর দুই পক্ষের মধ্যে কয়েক ঘন্টা বন্দুক যুদ্ধ চলে। দক্ষিণ আফগানিস্তানের ২১৫ মেইওয়ান্ড আর্মি কর্পোরেশনের মুখপাত্র নবাব জাদরান জানান, তালেবানরা সাংগিন জেলায় অবস্থিত ওই ঘাঁটি পর্যন্ত একটি সুড়ঙ্গ খনন করে এবং এটি উড়িয়ে দেয়। সেখানে ১৮ জন সৈন্য অবস্থান করছিলো। সম্পতি বিভিন্ন প্রদেশে অফগানিস্তানের সেনা চৌকিতে তালেবান হামলা বাড়িয়েছে।
গত বৃহস্পতিবার উত্তরাঞ্চল বাল্খ প্রদেশে আত্মঘাতী হামলায় ৬ জন আফগান সেনা নিহত হয়। ওই প্রদেশে চেক পয়েণ্টে হামলায় ৭ সেনা নিহত হয়। তালেবানরা এখনো প্রায় আফগানিস্তানের অর্ধেক এলাকা নিয়ন্ত্রণ করে। যুক্তরাস্ট্রের সঙ্গে দীর্ঘ ১৮ বছর ধরে চলা যুদ্ধ আবসানে মার্কিন দূতের সঙ্গে আলোচনার পরও তারা আফগান সেনাবাহিনী, মার্কিন বাহিনী ও সরকারি কর্মকর্তা লক্ষ্য করে নিয়মিত হামলা চালিয়ে যাচ্ছে। বোমা হামলায় অনেক বেসামরিকও নিহত হচ্ছে। সম্পাদনা : রাশিদুল