শিরোনাম
◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২৯ ডিসেম্বর, ২০১৯, ১১:০৬ দুপুর
আপডেট : ২৯ ডিসেম্বর, ২০১৯, ১১:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আশা করবো জনগণ আমাকে সেবা করার সুযোগ দেবেন, বললেন তাপস

অনলাইন রিপোর্ট: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে মনোনয়ন পেয়ে ব্যারিস্টার ফজলে নূর তাপস বলেন, এলাকার জনগণ আমার উপর যেভাবে আস্থা রেখেছেন, ভালোবেসেছেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন অধীন সকল জনগণও যেন আমার উপর আস্থা রাখেন। জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তাপস বলেন, আশা করবো জনগণ আমাকে সেবা করার সুযোগ দেবেন। সময় টেলিভিশন

রোববার (২৯ ডিসেম্বর) ধানমন্ডির দলীয় কার্যালয় থেকে বেলা বারোটায় মেয়র ও কাউন্সিলর পদের প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এসময় তিনি উত্তর সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী হিসেবে আতিকুল ইসলাম এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী হিসেবে শেখ ফজলে নূর তাপসের নাম ঘোষণা করেন।

পরে সাংবাদিকদের সামনে ব্রিফিং করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের দলীয় মনোনয়ন পাওয়া মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

এ সময় তিনি বলেন, 'ঢাকা ১০ আসনের জন্য কাজ কপরতে গিয়েই আমি উপলব্ধি করেছি প্রধানমন্ত্রী যেরকম উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছেন এবং যে রূপকল্প দিয়েছেন, ২০৪১ সালের মধ্যে একটি উন্নত বাংলাদেশ বিনির্মাণে উন্নত রাজধানী গড়ে তোলা প্রয়োজন।'

তিনি আরো বলেন, 'সেই উন্নত রাজধানী গড়ে তোলার লক্ষ্যে আমি মনে করেছি সুযোগটা আমি গ্রহণ করবো, জনগণের কাছে যাবো। দল, জনগণ যদি আমায় মনোনয়ন দেয়, নির্বাচিত করে তাহলে ঐতিহ্যবাহী ঢাকার ঐতিহ্যকে সংরক্ষণ করে তাকে নিজ সক্রিয়তায় প্রস্ফুটিত করার লক্ষ্যে কাজ করবো।'

তাপস বলেন, 'দীর্ঘদিন ধরে পুরোনো ঢাকার জনগণ যেভাবে অবহেলিত সেটি মোচন করে একটি উন্নত রাজধানীর সকল নাগরিক সুযোগ সুবিধা দেয়ার জন্য আমি এই সিদ্ধান্ত গ্রহণ করেছি।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়