শিরোনাম
◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও)

প্রকাশিত : ২৯ ডিসেম্বর, ২০১৯, ১০:৪০ দুপুর
আপডেট : ২৯ ডিসেম্বর, ২০১৯, ১০:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিক্ষার মান উন্নয়নে ১৩ কলেজকে ঢেলে সাজানো হচ্ছে

আসিফ কাজল : অবকাঠামো উন্নয়ন, ল্যাবরেটরি স্থাপন, শিক্ষক নিয়োগসহ শিক্ষার মান উন্নয়নে দেশের ১৩টি ঐতিহ্যবাহী শতবর্ষী কলেজকে নতুন করে ঢেলে সাজানোর উদ্যোগ নেয়া হয়েছে। বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয় সূত্রে এ তথ্য জানায়।

সম্প্রতি শতবর্ষী এসব সরকারি কলেজ 'সেন্টার অব এক্সিলেন্স' হবে বলে ঘোষণা দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল হোসেন বলেন, এই ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো পরিচালিত করা হবে একটি নেটওয়ার্কিংয়ের মাধ্যমে। অর্থাৎ ১৩ কলেজের শিক্ষার্থীদের মধ্যেই যেনো যোগাযোগ ও সমন্বয় থাকে সে জন্য ই-লাইব্রেরীসহ নানামুখী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

বাস্তবায়নের প্রসঙ্গে তিনি বলেন, অবশ্যই এক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয় ছাড়াও সরকার ও শিক্ষা মন্ত্রণালয়ের সমন্বয়ে এসব পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। এসডিজি লক্ষমাত্রা অর্জনে ও আন্তর্জাতিক মানের শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে এরই মধ্যে রাজশাহীতে একটি কর্মশালা আয়োজিত হয়েছে। সেখানে ১৩টি কলেজের অধ্যক্ষ এ বিষয়ে একাধিক কর্ম পরিকল্পনা উপস্থাপন করেন।

ঐতিহ্যবাহী এসব শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হলো- রাজশাহী কলেজ, চট্টগ্রাম কলেজ, চট্টগ্রামের হাজী মুহম্মদ মহসিন কলেজ, নড়াইলের ভিক্টোরিয়া কলেজ, বরিশালের ব্রজমোহন (বিএম) কলেজ, সিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজ, পাবনার এডওয়ার্ড কলেজ, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ, খুলনার ব্রজলাল (বিএল) কলেজ, ময়মনসিংহের আনন্দ মোহন কলেজ, রংপুরের কারমাইকেল কলেজ, বাগেরহাটের প্রফুল্লচন্দ্র (পিসি) কলেজ ও ফরিদপুরের রাজেন্দ্র কলেজ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়