শিরোনাম
◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

প্রকাশিত : ২৯ ডিসেম্বর, ২০১৯, ০৯:২৩ সকাল
আপডেট : ২৯ ডিসেম্বর, ২০১৯, ০৯:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বগুড়ায় জমি বিরোধের জেরে নিহত ২, আহত ৩

আবদুল ওহাব, শাজাহানপুর প্রতিনিধি : বগুড়ার শাজাহানপুরে জমি-জমা বিরোধকে কেন্দ্র করে আলমগীর হোসেন (৩৫) নামে ১ জন নিহত হয়েছে। এছাড়া নিহতের পিতা লুৎফর হোসেন (৭০) সহ সাহিনুর (৩৭), লিওন (২৮) ও লিমন (২৫) নামে তার ৩ ভাই গুরুতর আহত হয়েছে। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (২৮ ডিসেম্বর) উপজেলার আমরুল ইউনিয়নের রাজারামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ঘটনার বিবরণে নিহতের পরিবার জানায়, আলমগীরের সাথে তার চাচাতো ভাই শাজাহানপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জুলকার ন্ঈাম ও তার ভাইদের সাথে দীর্ঘদিন যাবত জমির অংশিদারিত্ব নিয়ে বিরোধ চলে আসছিলো।

এরই জের ধরে ঘটনার সময় আলমগীর তার নির্মাণাধীন বাড়ির উঠানে দাড়িয়ে থাকা অবস্থায় জুলকার নাঈম ১০/১২ টি মোটর সাইকেলে বেশ কিছু লোক নিয়ে আলমগীরকে উপর্যপুরি ছুরকাঘাত করে।

এসময় তার আত্মচিৎকারে তার বাবা লুৎফর হোসেন, ভাই সাহিনুর, লিওন ও লিমন এগিয়ে এলে তাদেরকেও উপর্যযুপরি ছুরিকাঘাত করে দলবল নিয়ে সটকে পরে।

মুহুর্তেই হৃদয় বিদারক আহাজারিতে ছুটে আসে আশ পাশের লোকজন। তারা দ্রুত হতাহতদেরকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। এসময় কর্তব্যরত চিকিৎসক আলমগীরকে মৃত ঘোষণা করে। বাকিদের হাসপাতালে ভর্তি করা হয়।

এ সম্পর্কে শাজাহানপুর থানার এসআই মামুন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তবে মামলা হলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। সম্পাদনা: জেরিন মাশফিক

  • সর্বশেষ
  • জনপ্রিয়