শিরোনাম
◈ মিয়ানমারের আরও ১০ সেনা সদস্য বিজিবির আশ্রয়ে ◈ সয়াবিনের দাম বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপির ◈ কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকি, আইনের শাসনে জীবনযাপন করি: ড. ইউনূস ◈ মা, স্ত্রী ও দুই ছেলে নিয়ে ঢাকা ফিরছিলেন রফিক, পথে প্রাণ গেল সবার ◈ স্থায়ী জামিন না পাওয়ায় ক্ষুব্ধ হয়েছি: ড. ইউনূসের আইনজীবী ◈ উপজেলার ভোটে এমপি-মন্ত্রীদের হস্তক্ষেপ না করতে প্রধানমন্ত্রীর নির্দেশ : ওবায়দুল কাদের  ◈ শ্রম আইন লঙ্ঘন: ড. ইউনূসসহ ৪ জনের জামিন ২৩ মে পর্যন্ত বৃদ্ধি ◈ ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২৬ ◈ ফরিদপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ১৩ 

প্রকাশিত : ২৯ ডিসেম্বর, ২০১৯, ০৮:৩৬ সকাল
আপডেট : ২৯ ডিসেম্বর, ২০১৯, ০৮:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাপার মেয়র প্রার্থী ঘোষণা, উত্তরে কামরুল ও দক্ষিণে মিলন

শহীন খন্দকার : রবিবার (২৯ ডিসেম্বর) রাজধানীর বনানী চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে জিএম কাদেরের নির্দেশে মেয়র পদে এ দুই প্রার্থীর নাম ঘোষণা করেন দলের মহাসচিব মো. মসিউর রহমান রাঙ্গা ।

এর আগে সকালে মনোনয়ন বোর্ডের সদস্যরা বৈঠকে বসে। বৈঠক শেষে মেয়র পদে ৩ মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎ নেন তারা।

এসময়ে মহাসচিব বলেন, নির্বাচন সুষ্ঠু হবে বলে আমরা মনে করি। আমরা দুই সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিচ্ছি। আমরা মনে করি এই নির্বাচনের মাধ্যমে আমরা জনগণের কাছে পৌঁছাতে সক্ষম হব, জনগণের কাছে যাওয়ার একটি সুযোগ পাবো।

মহাসচিব বলেন, আমাদের ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রার্থী সাইফুদ্দিন আহমেদ মিলনের পরিচয় আছে, তিনি আমাদের দল থেকে মেয়র নির্বাচন করেছেন।আমার মনে হয় আপনারাও তাকে পছন্দ করেছেন। এ সময় তিনি ঢাকা মহানগর উত্তর সিটি করপোরেশনের মনোনয়নপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল (অব.) কামরুল ইসলাম সম্পর্কে বলেন, তিনি একজন যোগ্য প্রার্থী। আমরা দলীয়ভাবে মনে করেছি তারা নির্বাচনের জন্য যোগ্য প্রার্থী।

তিনি বলেন, আগামীর বাংলাদেশ, রাজনীতির ভবিষ্যৎ ও ঢাকা সিটির গড়তে আস্থা রাখা যায় দল তা রেখেছে। আমাদের প্রথমে কাজ হবে দেশে সার্বিক পরিস্থিতি রাজধানীর রাস্তাসহ ড্রেনেজ উন্নয়নসহ নাগরিক সকল সুযোগ-সুবিধা আনা হবে।

এসময় দলের সিনিয়র নেতা নবীন-প্রবীণদের সমন্বয়ে আমাদের লক্ষ্য হবে ঢাকাকে নূন্যতম বসবাস যোগ্য নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে।

মনোনয়ন বোর্ডের সদস্যদের মধ্যে ছিলেন, সাবেক মহাসচিব রুহুল আমিন হাওলাদার, সাবেক মন্ত্রী কাজী ফিরোজ রশীদ, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, পয়সাল চিশতি প্রমুখ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়