শিরোনাম
◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৭ বস্তা টাকা, গণনা চলছে ◈ তীব্র তাপপ্রবাহ, শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধের দাবি ◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক

প্রকাশিত : ২৯ ডিসেম্বর, ২০১৯, ০৭:৪৪ সকাল
আপডেট : ২৯ ডিসেম্বর, ২০১৯, ০৭:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সংসদ সদস্য ইউনুস আলী সরকার এর জানাজা অনুষ্ঠিত, প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

আসাদুজ্জামান সম্রাট : গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য মো: ইউনুস আলী সরকার এর নামাজে জানাজা আজ জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়। মো: ইউনুস আলী সরকার ২৭ ডিসেম্বর, ২০১৯ মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো প্রায় ৬৬ বছর।

এ সময় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি উপস্থিত ছিলেন।

মরহুমের জানাজায় ডেপুটি স্পীকার মো: ফজলে রাব্বী মিয়া এমপি, চীফ হুইপ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি, কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক এমপি, সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ এমপি, সাবেক চীফ হুইপ আ স ম ফিরোজ এমপি, মাহবুবুল আলম হানিফ এমপি, মির্জা আজম এমপি, শামসুল হক টুকুসহ সাবেক ও বর্তমান সংসদ সদস্যবৃন্দ, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো: নজিবুর রহমান, জাতীয় সংসদের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান, সর্বস্তরের নাগরিক, রাজনৈতিক সহকর্মী, গুণগ্রাহী, সংসদ সচিবালয়ের কর্মকর্তা/কর্মচারীবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ শরিক হন।

মরহুমের কফিনে মহামান্য রাষ্ট্রপতির পক্ষে তাঁর সামরিক সচিব, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দলীয় নেতৃবৃন্দ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি মরহুমের কফিনে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

এরপর বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মো: ফজলে রাব্বী মিয়া এমপি, জাতীয় সংসদের চীফ হুইপ ও হুইপবৃন্দের পক্ষে চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি ও হুইপ মোছা: মাহাবুব আরা বেগম গিনি এমপি মরহুমের কফিনে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

এর আগে মরহুমের কর্মময় জীবন নিয়ে আলোকপাত করা হয় এবং রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়