শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ২৯ ডিসেম্বর, ২০১৯, ০৭:৫৪ সকাল
আপডেট : ২৯ ডিসেম্বর, ২০১৯, ০৭:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কামিন্স-লায়নের বোলিংয়ে বিধ্বস্ত নিউজিল্যান্ড, এক ম্যাচ হতে রেখেই সিরিজ জিতলো অস্ট্রেলিয়া

আক্তারুজ্জামান : নিউজিল্যান্ডের বিরুদ্ধে পার্থ টেস্টে ২৯৬ রানের বিশাল জয়ে সিরিজে এগিয়ে ছিলো অস্ট্রেলিয়া। ঘরের মাঠে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টে মেলবোর্নেও ২৪৭ রানের বড় জয় পেয়েছে টিম পেইনরা। ফলে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিশ্চিত করেছে স্মিথ-ওয়ার্নাররা।

বক্সিংডে উপলক্ষে মেলবোর্ন টেস্ট দেখতে গ্যালারিতে রেকর্ড ৮০ হাজার দর্শকও হাজির হয়েছিলো। সেখানেই সিরিজ জয়ের উৎসব সেরেছে অজিরা।
পার্থের মতো মেলবোর্নেও ব্যাটে-বলে সমান আধিপত্য দেখিয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ট্রেভিস হেডের শতক এবং লাবুশ্চানে, স্মিথ ও পেইনের অর্ধশতকে ভর করে ৪৬৭ রান তুলেছিলো। জবাবে অজি পেসারদের গতিতে দিশেহারা হয়ে ১৪৮ রানেই গুটিয়ে যায়। কামিন্স ৫টি, প্যাটিনসন ৩টি ও স্টার্ক ২টি উইকেট নেন।

নিউজিল্যান্ডকে ফলোঅনে না ফেলে ৩১৯ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস খেলতে নামে পেইনবাহিনী। ৫ উইকেটে ১৬৮ রান তুলে ইনিংস ঘোষণা করেন অজি ক্যাপ্টেন। ফলে নিউজিল্যান্ডের সামনে লক্ষ্য দাঁড়ায় ৪৮৮ রান। বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুধু টম ব্লান্ডেল (১২১) লড়াই করেন। বাকিদের ব্যর্থতায় ২৪০ রানেই শেষ হয় ব্ল্যাকক্যাপসদের ইনিংস। এ ইনিংসে অজিদের হয়ে ছড়ি ঘুরিয়ে ৪টি উইকেট নেন লায়ন ও ৩ ব্যাটসম্যানকে শিকার করেন প্যাটিনসন।

সিরিজের শেষ ম্যাচ আগামী ৩ জানুয়ারী সিডনিতে শুরু হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়