শিরোনাম
◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত

প্রকাশিত : ২৯ ডিসেম্বর, ২০১৯, ০৪:০৮ সকাল
আপডেট : ২৯ ডিসেম্বর, ২০১৯, ০৪:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আগামী বছরের শুরুতেই সৌদিতে নির্মিত চলচ্চিত্র প্রদর্শিত হবে সিনেমা হলে

রাশিদ রিয়াজ : সৌদি আরবে প্রথম তৈরি চলচ্চিত্র মুভি থিয়েটার আলহামলা মলে প্রদর্শিত হবে। গত আগস্টে জেদ্দায় প্রথম চলচ্চিত্র প্রদর্শনের মধ্যে দিয়ে সৌদি আরবে চলচ্চিত্রের স্বাদ পান দর্শকরা। মুভি সিনেমা নামের সৌদি কোম্পানি দেশটিতে প্রথম চলচ্চিত্র তৈরি করছে। এক বিবৃতিতে এ কোম্পানি জানিয়েছে আগামী বছরের প্রথম ত্রৈমাসিকেই রিয়াদের ইউ-ওয়াক হলে প্রথম চলচ্চিত্র প্রদর্শিত হবে। এর আগে রিয়াদে আলহামরা মলে বিদেশি সিনেমা প্রদর্শনের মাধ্যমে সৌদিতে সিনেমা শিল্পের বিকাশ শুরু হয়। রিয়াদে ৬টি পর্দায় ৫’শ দর্শকের সিনেমা দেখার ব্যবস্থা রয়েছে। শিন্নি পিজা নামের একটি প্রতিষ্ঠান সিনেমা দেখার জন্যে বিশেষ আসনের ব্যবস্থা করে থাকে। আগামী বছর সৌদি দর্শকদের সিনেমা দেখার জন্যে ১২টি পর্দার ব্যবস্থা করা হচ্ছে। এছাড়া সামসাং অনিক্স লেড স্ক্রিন’র মত থাকছে বাড়তি সুবিধা। প্রচলিত ‘প্রজেকশন’ প্রযুক্তির চেয়ে সামসাং নিয়ে আসছে অত্যাধুনিক ডিজিটাল সিনেমা প্রদর্শনি।

আগামী বছর সৌদি আরবের অন্তত ২০টি স্থানে সিনেমা প্রদর্শনের আগ্রাসী পরিকল্পনা বাস্তবায়ন হতে যাচ্ছে। দেশটির বিভিন্ন স্থানে শপিং মল ও ফিল্ম থিয়েটার হলে সিনেমা চেইন প্রদর্শনী গড়ে তুলতে কাজ করছে এ্যারাবিয়ান সেন্টারস। সৌদি আরবের অন্তত ৮টি বড় শহর যেমন দাম্মামের নাখিল মল, দি মল অব দাহারান ও রিয়াদের ইউ-ওয়াক এর মত বিভিন্ন মলে সিনে কমপ্লেক্স গড়ে তোলা হচ্ছে। প্রদর্শিত সিনেমায় আরবি সাবটাইটেল সংযুক্ত করা হয়েছে। আলহামরা ও স্টার ওয়ারসে ‘দি রাইস অব স্কাইওয়াকার, জুমাঞ্জি, দি নেক্স লেভেল, ফ্রোজেন টু, ডার্ক ওয়াটারস, ব্ল্যাক ক্রিসমাস, আর্কটিক ডগস, টুয়েন্টি ওয়ান ব্রিজেস, নাইভস আউট, দি এ্যাডামস ফ্যামিলি, মেলফিসেন্ট : মিসট্রেস অব এভিল, শিয়াহান এন্ড কাউন্টডাউন’এর মত চলচ্চিত্রগুলো দর্শকদের নজর কেড়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়