শিরোনাম
◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন

প্রকাশিত : ২৯ ডিসেম্বর, ২০১৯, ১২:২৪ দুপুর
আপডেট : ২৯ ডিসেম্বর, ২০১৯, ১২:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিয়ে করে ভোটার হচ্ছে অনেক বিদেশি, বিধিমালা মেনে চলার তাগিদ দিয়েছে ইসি

যায়যায়দিন : বিদেশিদের ভোটার হওয়ার প্রবণতা  বৃদ্ধি পেয়েছে । তাই ভোটার হওয়ার প্রক্রিয়া নিয়ে সতর্ক হয়েছে নির্বাচন কমিশন। সম্প্রতি ফেনী সদর উপজেলায় এক চীনা নাগরিকের (আয়েশা জোয়াং জিং আক্তার) বাংলাদেশের ভোটার হওয়ার বিষয়টি ধরা পড়ার পর মাঠ কর্মকর্তাদের সতর্ক করেছে নির্বাচন কমিশন।

এ বিষয়ে মামলাও করা হয়েছে।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন ও ভোটার তালিকা আইন অনুসরণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সব উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তার কাছে নির্দেশনা পাঠানো হয়েছে।

বৈবাহিক সূত্রে নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রে দেশে ৪ বছর বসবাস করার বাধ্যবাধকতা রয়েছে। বৈবাহিক সূত্রে বাংলাদেশি নাগরিত্ব প্রাপ্তির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে আবেদন করতে হবে। এ ক্ষেত্রে আবেদনকারীকে এফিডেফিটের মাধ্যমে নিজ দেশের নাগরিকত্ব ছাড়তে হবে। আবেদনকারী এফিডেফিটের মাধ্যমে নিজ দেশের নাগরিকত্ব পরিত্যাগ না করেন তবে তিনি বাংলাদেশের নাগরিকত্ব লাভের জন্য অযোগ্য হবেন।

ইসি কর্মকর্তারা জানান, সংশ্লিষ্ট দেশের নাগরিকত্ব ছেড়ে বাংলাদেশের নাগরিকত্ব নিতে হবে। তবেই ভোটার হওয়া সম্ভব। সেক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র দেখেই ভোটার করার জন্য বলা হয়েছে কর্মকর্তাদের।

এসব বিষয় বিবেচনায় নিয়ে সতর্কতার সঙ্গে প্রয়োজনীয় কার্যক্রম নিতে বলা হয়েছে নির্বাচন কর্মকর্তাদের। সম্পাদনা : মাজহারুল ইসলাম, সালেহ্ বিপ্লব

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়