শিরোনাম

প্রকাশিত : ২৯ ডিসেম্বর, ২০১৯, ০৭:২২ সকাল
আপডেট : ২৯ ডিসেম্বর, ২০১৯, ০৭:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাধারণত রাজনৈতিক শক্তি পাশে না থাকলে সামাজিক বিপ্লব সাফল্যের মুখ দেখে না

মাসুদা ভাট্টি : বাংলাদেশ আর ভারত এক নয়, আজকে ভারতে যা হচ্ছে বাংলাদেশ এই সংগ্রাম করে আসছে পাকিস্তান আমল থেকে এবং তার নেতৃত্বে ছিলেন বঙ্গবন্ধু ও এখন শেখ হাসিনা তথা তাদের দল আওয়ামী লীগ। এই সংগ্রামে বঙ্গবন্ধু সপরিবারে নিহত হয়েছেন, তার সঙ্গীদের জেলের ভেতর হত্যা করা হয়েছে এবং সর্বশেষ ২১ আগস্ট থেকে শুরু করে একের পর এক গুজব রটিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার অব্যাহত চেষ্টার মধ্যে দিয়ে বাংলাদেশে এই অপশক্তি কাজ করে যাচ্ছে, এর বিপরীতে বাংলাদেশের সুশীল সমাজের সংগ্রামটি জাগ্রতই আছে, তাই যারা ভারতের আজকের পরিস্থিতি বিবেচনায় নিয়ে বাংলাদোশের বুদ্ধিজীবীদের গাল দিচ্ছেন তারা আসলে সবসময় ‘গাল-পক্ষই’ ছিলেন, এ নতুন নয়।

আর ভারতে এখন বিরাট প্রতিবাদে এ কারণেই সকলে সামিল হতে পারছেন যে, রাজনৈতিকভাবে তাদের সঙ্গে কংগ্রেস, তৃণমূল ও বামেদের একটি শক্তিবলয় রয়েছে, না হলে এতো বড় বিপ্লবের স্বপ্ন দ্যাখা সম্ভব ছিলো কিনা ভেবে দেখবেন। রাজনৈতিক শক্তি পাশে না থাকলে সামাজিক বিপ্লব সাফল্যের মুখ দেখে না সাধারণত। বাংলাদেশের পরিস্থিতি তাই আজকের ভারতের সঙ্গে মেলে না। কারণ বাংলাদেশে আজকে যারা বিরুদ্ধবাদী শক্তি হিসেবে চিহ্নিত, তারা আসলে বিজেপির ‘মামাতো-খালাতো’ ভাই, বাংলাদেশের সাধারণ মানুষও তাদের আর বিকল্প হিসেবে মানে না। এমতাবস্থায় এদেশে ক্ষমতাসীনদেরই মানুষ বারবার শুদ্ধ হওয়ার জন্য চাপ দেয়, আরও দেশপ্রেমিক ও স্বচ্ছ হওয়ার আশা রাখে এবং বারবারই তাদেরই কাছে বাংলাদেশকে সঠিক পথে রাখার আহ্বান জানায়। (প্রকাশিতব্য একটি প্রবন্ধ থেকে)

  • সর্বশেষ
  • জনপ্রিয়