শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ২৯ ডিসেম্বর, ২০১৯, ০৬:৪৩ সকাল
আপডেট : ২৯ ডিসেম্বর, ২০১৯, ০৬:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বগুড়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক নিহত

নাগরিক বার্তা : জমি বিরোধের জেরে বগুড়ার শাজাহানপুরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আলমগীর হোসেন নামে এক যুবক নিহত হয়েছেন। আজ শনিবার বিকেলে উপজেলার রাজারামপুর গ্রামে এই ঘটনা ঘটে। হামলার সময় আলমগীরকে রক্ষা করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন তার বাবা ও দুই ভাই।

নিহত আলমগীরের ভাই হাসপাতালে চিকিৎসাধীন শাহিনুর রহমান জানান, বসত ভিটার বিরোধ নিয়ে বেশ কিছুদিন ধরে আলমগীরের সঙ্গে তাদের আরেক চাচাতো ভাই জুলকার নাইমের বিরোধ চলছিলো।

আজ বিকেলে ২০/২৫ জন যুবক নিয়ে নাইম ওই বিরোধপূর্ণ জমি দখল করতে গেলে আলমগীর তাতে বাধা দেন। এসময় বাকবিতণ্ডার একপর্যায়ে নাইম ও তার সঙ্গে থাকা লোকজন ছুরিকাঘাত করে গুরুতর জখম করে আলমগীরকে। তাকে রক্ষা করতে গিয়ে হামলার শিকার হন তার বাবা লুৎফর রহমান এবং অন্য দুই ভাই মনিরুজ্জামান লেমন ও শাহীনুর রহমান।

স্বজনরা তাদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। অন্য আহত তিনজন হাসপাতালে চিকিৎসাধীন। এদের মধ্যে আলমগীরের ছোট ভাই মনিরুজ্জামান লেমনের শারীরিক জখম গুরুতর বলে চিকিৎসকরা জানিয়েছেন।

অভিযুক্ত জুলকার নাইম শাজাহান উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে বিএনপি প্রার্থীর প্রচারণায় হামলা অভিযোগে গেলো জুন মাসে তিনি পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলেন।

শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজিম উদ্দিন জানান, জমি-জমার বিরোধের জেরেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে তাদের প্রাথমিক ধারণা। অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

ময়নাতদন্তের জন্য লাশ শহীদ জিয়াউর রহমান হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়