শিরোনাম
◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান

প্রকাশিত : ২৮ ডিসেম্বর, ২০১৯, ১১:৪২ দুপুর
আপডেট : ২৮ ডিসেম্বর, ২০১৯, ১১:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার, আটক-১

হারুন রশীদ, ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সালথায় শিল্পী আক্তার (২২) নামের এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৭ ডিসেম্বর) রাত সাড়ে ৮টায় উপজেলার দরজা পুরুরা গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ এঘটনায় তুহিন শেখ (২৮) নামে এক জনকে আটক করেছে। শিল্পী দরজা পুরুরা গ্রামের শাহজাহান মোল্যার মেয়ে বলে জানা যায়।

এলাকাবাসী ও পুলিশ জানায়, উপজেলার দরজা পুরুরা গ্রামে শুক্রবার রাত সাড়ে ৮টার সময় পুলিশ গিয়ে তার বাড়ীর পাঁশের মাঠের মধ্যে থেকে গলা কাটা অবস্থায় লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় আটক করা হয়েছে স্বামী রানা শেখের সহযোগি তুহিন শেখ নামে একজনকে। শিল্পি বেগম করিম জুট মিলে শ্রমিক হিসেবে কাজ করতো। গত ৫ বছর আগে মোকসেদপুর উপজেলার গারলগাতি গ্রামের রানা শেখের সাথে শিল্পির বিবাহ হয়। তার তিন বছরের লামিয়া নামে এক শিশু কন্যা রয়েছে।

নিহতের পরিবারের দাবি, স্বামী রানা শেখ (৩০) মাদকাসক্ত। শিল্পীকে যৌতুকের দাবিতে হত্যা করা হয়েছে।

সালথা থানার অফিসার ইনচার্জ মো. আলী জিন্নাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে শুক্রবার রাত সাড়ে ৮টার সময় বাড়ির পাঁশের মাঠের মধ্যে থেকে গলা কাটা অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।

তিনি বলেন, ধারণা করা হচ্ছে, তার স্বামী রানা শেখ ও তার সহযোগিরা তাকে গলা কেটে হত্যা করেছে। আর এ ঘটনায় রানার এক সহযোগি পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা আটক করে পুলিশে দেয়। আমরা আজ শনিবার লাশটি ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠাবো।

এদিকে এ ঘটনায় স্বামী রানা শেখকে ( প্রধান আসামি) ও তার সহযোগি তুহিন সেখকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছে নিহতের পিতা। সম্পাদনা : জেরিন মাশফিক

  • সর্বশেষ
  • জনপ্রিয়