শিরোনাম
◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ২৮ ডিসেম্বর, ২০১৯, ১১:৪৩ দুপুর
আপডেট : ২৮ ডিসেম্বর, ২০১৯, ১১:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২০১৯’এ বিশ্বের ৫শ ধনীর হাতে ১ লাখ কোটি ডলারের বেশি সম্পদ, যা ৯১ বছরে সর্বোচ্চ

রাশিদ রিয়াজ : এবছর বিশ্বের শীর্ষ ৫শ ধনীর হাতে ১.২ ট্রিলিয়ন ডলারের সম্পদ কুক্ষিগত হয়েছে। ব্লুমবার্গ বিশ্লেষণ বলছে ১৯২৯ সালের পর ধনীদের হাতে এত ধনসম্পদ আর কুক্ষিগত হয়নি। এই ৫শ ধনীর হাতে গড়ে আড়াইশ কোটি ডলারের সম্পদ রয়েছে। চলতি বছর ধনীদের সম্পদ বৃদ্ধির রেকর্ড হয়ে রইল এবং শীর্ষ ধনীদের সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৬ লাখ কোটি ডলার বা ৫.৯ ট্রিলিয়ন ডলার।

ব্যাংক ব্যালান্সের দিক থেকে বিশ্বে ধনীদের মধ্যে সবচেয়ে এগিয়ে আছেন ফ্রান্সের ধনাঢ্য ব্যবসায়ী বার্নার্ড আরনল্ট। তার ব্যাংকে অর্থের পরিমাণ দাঁড়িয়েছে ৩ হাজার ৬শ কোটি ডলারের বেশি অর্থাৎ ৩৬.৫ বিলিয়ন ডলার। বার্নার্ড বিশ্বের তৃতীয় ধনী এবং অ্যামাজন মালিক জেফ বেজোস ও মাইক্রোসফটের মালিক বিল গেটস পর বার্নার্ড আরনল্ট তৃতীয় সেন্টিবিলিওনার (যাদের সম্পদ ১শ বিলিয়ন ডলার বা তারচেয়ে বেশি)। বিশ্বে সেন্টিমিলিওনার রয়েছেন এই তিন ব্যক্তি।

এদের মধ্যে জেফ বেজোসের স্ত্রীর সঙ্গে তার ছাড়াছাড়ি হয়ে যাওয়ায় তার সম্পদের পরিমান ৯শ কোটি ডলার কমে গেলেও এ বছর শেষে তার সম্পদ বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৬শ কোটি ডলার। একই বছর ২৩ বিলিয়ন ডলার আয় করে বিল গেটসের সম্পদ দাঁড়িয়েছে ১১৩ বিলিয়ন ডলারে। এরপর রয়েছেন মার্কিন ধনাঢ্য ব্যবসায়ী ওয়ারেন বাফেট ও ফেসবুক মালিক মার্ক জাকারবার্গ। এবছর ৫২ জন শীর্ষ ধনীর সম্পদ কমেছে। বিশ্বের সবচেয়ে কনিষ্ঠ কোটিপতি হচ্ছে কেইলি জেনার যিনি তার কসমেটিক্স কোম্পানির একটি অংশ ৬০ কোটি ডলারে বিক্রি করেছেন। তবে ব্রিটিশ রাজনীতিবিদ জেরমি করবিন ও মার্কিন ডেমোক্রেট প্রেসিডেন্ট প্রার্থী বার্নি স্যান্ডার্স বলছেন তারা ক্ষমতায় যেতে পারলে এসব ধনীদের ওপর আরো বেশি করের বোঝা বাড়াবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়