শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ২৯ ডিসেম্বর, ২০১৯, ১২:২৬ দুপুর
আপডেট : ২৯ ডিসেম্বর, ২০১৯, ১২:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রতিশোধ নেয়ার ম্যাচে টস জিতে সিলেটকে ব্যাটিংকে পাঠালো খুলনা (সরাসরি)

আক্তারুজ্জামান : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সপ্তম আসরটি বিশেষ আসর। বঙ্গবন্ধু বিপিএলের ২৪তম ম্যাচ মাঠে গড়িয়েছে। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে সিলেট থান্ডার্স ও খুলনা টাইগার্স। ম্যাচের আগে টস জিতেছেন খুলনার অধিনায়ক মুশফিকুর রহিম। টস জিতে ফিল্ডিংয়ে নেমেছে খুলনা। আগে ব্যাটিং করছে সিলেট। আজকের ম্যাচে সিলেটকে হারিয়ে প্রতিশোধ নিতে চাইবে মুশফিকরা।কেননা প্রথম দেখায় হেরেছিলো মুশফিকরা।

সিলেট থান্ডার্স এই আসরে একটি মাত্র জয় পেয়েছে সেটা এই খুলনার বিরুদ্ধেই। চট্ট্রগ্রামের মাঠে রান উৎসব করেছিলো সিলেট। আন্দ্রে ফ্লোচারের সেঞ্চুরি ও জনসন চার্লসের ৯০ রানে ২৩২ রানের সংগ্রহ পেয়েছিলো মোসাদ্দেকরা। ওই ম্যাচে খুলনা গুটিয়ে গিয়েছিলো ১৫২ রানে। ফলে ৮০ রানে জিতেছিলো সিলেটি।

সপ্তম বিপিএলে এখন পর্যন্ত বেশ ভালো অবস্থানে আছে খুলনা টাইগার্স। পয়েন্ট টেবিলের তিনে থাকা খুলনার সংগ্রহ ৮ পয়েন্ট। ৬টি ম্যাচ খেলে ৪টি জয়ের বিপরীতে ২টি ম্যাচে হেরেছে মুশফিকরা। অন্যদিকে সিলেট আছে একেবারে তলানীতে। সমানসংখ্যক ম্যাচে ১টি মাত্র জয় পেয়েছে সিলেট। ২ পয়েন্ট নিয়ে মোসাদ্দেকদের অবস্থান ছয়ে।

খুলনা টাইগার্স একাদশ : নাজমুল ইসলাম শান্ত, মেহেদি হাসান মিরাজ, রাইলি রুশো, শামসুর রহমান, মুশফিকুর রহিম, নজিবুল্লাহ জাদরান, রবি ফ্রাইলিঙ্ক, শহিদুল ইসলাম, মোহাম্মদ আমির, তানভীর ইসলাম ও শফিউল ইসলাম।

সিলেট থান্ডর্স একাদশ : আন্দ্রে ফ্লেচার, রুয়েল মিয়া, জনসন চার্লস, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন, শেফরিন রাদারফোর্ড, দেলোয়ার হোসেন, নাঈম হাসান, ক্রিসমার স্যান্টোকি, এবাদত হোসেন ও নাজমুল ইসলাম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়