শিরোনাম
◈ ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা বিলে জো বাইডেনের সাক্ষর  ◈ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের  ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ বাংলাদেশে কাতারের বিনিয়োগ সম্প্রসারণের বিপুল সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা  ◈ হিট স্ট্রোকে রাজধানীতে রিকশা চালকের মৃত্যু

প্রকাশিত : ২৮ ডিসেম্বর, ২০১৯, ১১:০৫ দুপুর
আপডেট : ২৮ ডিসেম্বর, ২০১৯, ১১:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফ্র্যাঞ্চাইজি লিগের মধ্যে বিপিএলই বেশি উপভোগ করেন সিকান্দার রাজা

স্পোর্টস ডেস্ক : বিশ্বব্যাপী জনপ্রিয় হয়ে উঠেছে টি-টোয়েন্টি ক্রিকেটের ফ্র্যাঞ্চাইজি লিগগুলো। বর্তমান ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ডসহ বাংলাদেশেও প্রতি বছর লিগ আয়োজিত হচ্ছে। জিম্বাবুয়ের সাবেক ক্রিকেটার সিকান্দার রাজার কাছে সবচেয়ে উপভোগ্য টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। তিনি কখনো আইপিএলে খেলেননি। তবে বিশ্বের বাকি নামজাদা লিগগুলোর অনেকগুলো আসরেই মাঠ মাতিয়েছেন। খেলেছেন বিপিএলেও।

সম্প্রতি একটি ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম থেকে রাজাকে প্রশ্ন করা হয়- তার কাছে কোন লিগটি সবচেয়ে উপভোগ্য। আইপিএলে কখনো খেলা হয়নি রাজার। দর্শক হিসেবে আইপিএলে মূল্যায়নে না গিয়ে তিনি তাই খেলোয়াড় হিসেবেই মূল্যায়ন করেছেন।

সেক্ষেত্রে রাজার উত্তর ছিল- পিএসএল আর বিপিএলই বেশি আমুদে বা উপভোগ্য। রাজা বলেন, আমি কখনো আইপিএলে খেলিনি। তাই আইপিএলকে সবচেয়ে উপভোগ্য বলাটা আমার জন্য কঠিন। আইপিএল ছাড়া তাই পিএসএল ও বিপিএলই আমার কাছে বেশি উপভোগ্য।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের সপ্তম আসর বঙ্গবন্ধু বিপিএলে রাজা অংশ না নিলেও খেলেছেন গত দুটি আসরে। দুইবারই তাকে দলে নিয়েছিল চট্টগ্রাম ভাইকিংস। ২০১৭ সালে ব্যাট ও বল হাতে দারুণ ছন্দে ছিলেন জিম্বাবুয়ের এই অলরাউন্ডার। আর বিপিএলের ষষ্ঠ আসরে খুব একটা ভালো করতে পারেননি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়