শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২৮ ডিসেম্বর, ২০১৯, ০৯:১৭ সকাল
আপডেট : ২৮ ডিসেম্বর, ২০১৯, ০৯:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রতিশ্রুতি চাই না, দাবি বাস্তবায়ন চাই, জানিয়েছে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি

আসিফ কাজল : আগামী ২৮ মার্চ প্রেসক্লাবে মহা সমাবেশে কঠোর কর্মসূচীর ঘোষণা করেছে বাংলাদেশ কালেক্টরেট সহকারি সমিতি (বাকাসস) কেন্দ্রীয় কমিটি।

শনিবার (২৮ ডিসেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, ইউএনও কার্যালয়ের ৩য় শ্রেণীর কর্মচারীর পদ-পদবি পরিবর্তনসহ বেতন গ্রেড উন্নীতকরণের দাবি বাস্তবায়নের লক্ষে কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলনে এ দাবি জানানো হয়।

অনুষ্ঠানে কেন্দ্রীয় প্রতিনিধিরা বলেন, সকাল ৯টা থেকে রাত ১০টা প্রশাসনযন্ত্র আমাদেরকে ব্যবহার করে। প্রয়োজন হলে ডিসি অফিস, ইউনও অফিস, ভূমি অফিস বন্ধ করে দেশ অচল করার হুঁশিয়ারী দেয়া হয়।

সচিবদের উদ্দেশ্যে বক্তারা বলেন, আমলারা যখন আমাদের সামনে আসেন তখন তাদের চোখে অঝোরে পানি পড়ে কিন্তু তাদেরকে চেয়ারে যখন তারা বসেন তখন সব ভুলে যায়।

অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার অফিসের কর্মচারী এম এ হাসেম বলেন, দেশে দূর্যোগের সময় সব অফিসের কর্মচারীরা যখন অফিস থেকে বাসায় যায়। আমরা তখন বাসা থেকে অফিসে যায়। দেশে নির্বাচনের সময় এই তৃতীয় শ্রেণীর কর্মচারীদের ঘুম হারাম হয়ে যায়। অথচ আমলারা আমাদের দাবি সুক্ষভাবে পাশ কাটিয়ে দেয়। এবার আমরা কোনো অন্যায্য দাবি করছি না। আমরা কোনো অসংবিধানিক দাবি করছি না। আমরা গণতান্ত্রিক দাবি করছি।

সারাদেশ প্রায় ১২ হাজারের অধিক তৃতীয় শ্রেণীর কর্মচারী বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত আছেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা কর্মচারীরা জানান, এবার আমরা কোনো প্রতিশ্রুতি চাই না। আমাদের দাবি বাস্তবায়ন চাই। এসময় ডিসি অফিস তালা মারো শ্লোগান দেয়া হয়।

আসন্ন মুজিব বর্ষ ও জাতির জনক বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের প্রতি সম্মান জানিয়ে বাংলাদেশ কালেক্টরেট সহকারি সমিতির মহাসচিব মো. আনোয়ার হোসেন কর্মসূচী ঘোষণা করেন। ২০২০ সালের পহেলা জানুয়ারী থেকে ২৭ মার্চ পর্যন্ত কর্মবিরতিসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে বলে তিনি জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়