শিরোনাম
◈ সৌদি আরবে মুদি দোকান ও কিয়স্কে তামাকপণ্য বিক্রি নিষিদ্ধ! ◈ দ্রুত ছড়িয়ে পড়ছে এই প্রাণঘাতী রোগ, কাজ করছে না ওষুধও ! নতুন সমীক্ষায় আশঙ্কা চরমে ◈ বাংলাভাষীদের টার্গেট করে অভিযানের ব্যাখ্যা চাইল কলকাতা হাইকোর্ট, কেন্দ্রকে হলফনামা জমার নির্দেশ ◈ অন্তরঙ্গ ভিডিও দেখিয়ে ব্ল‍্যাকমেইল করে টাকা নেন, চাঁদা না পেয়ে মোবাইল ছিনিয়ে নিয়েছিলেন সোহাগ ◈ ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের বিবৃতি,গোপালগঞ্জে ইন্টারনেট সেবা বন্ধ হয়নি ◈ ৩০ বছর পর ফুটলো পদ্ম, ফিরে এল কাশ্মীরের প্রাকৃতিক সৌন্দর্য ও জীবিকার আশ্বাস ◈ গোপালগঞ্জে সংঘর্ষের পর সুনসান নীরবতা, কারফিউর মধ্যে থমথমে পরিস্থিতি ◈ কোকেন পাচারে গ্রেফতার, সন্তানের সঙ্গে যোগাযোগহীন অস্ট্রেলিয়ান তারকা ম্যাকগিল ◈ ২৪ দলের টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপের ভাবনা, দু’ধাপে টেস্ট বিশ্বকাপ নিয়েও আলোচনা আই‌সি‌সির সভায় ◈ গোপালগঞ্জ সংঘর্ষ নিয়ে বিভ্রান্তিকর ছবি ও তথ্য ছড়ানোর অভিযোগ!

প্রকাশিত : ১৮ ডিসেম্বর, ২০১৯, ০৭:৪৭ সকাল
আপডেট : ১৮ ডিসেম্বর, ২০১৯, ০৭:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ায় চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের পর হত্যা

আরিফুল ইসলাম, সরাইল প্রতিনিধি : সরাইল উপজেলায় চকলেট দেয়ার প্রলোভনে জয়নব আক্তারকে (১০) ধর্ষণের পর হত্যার অভিযোগ পাওয়া গেছে। সে উপজেলা সদরের পশ্চিম কুট্টাপাড়ার হাফিজ মিয়ার মেয়ে ও পশ্চিম কুট্টাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী ।

নিখোঁজ হওয়ার ২১ ঘন্টা পর মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকেল পাঁচটার দিকে বাড়ির পাশেই একটি বাঁশঝাড়ের ঝোপের ভেতর থেকে বিবস্ত্র অবস্থায় স্কুলছাত্রী জয়নব আক্তারের লাশ উদ্ধার করে পুলিশ।

মঙ্গলবার (১৭ডিসেম্বর) রাতে থানার ওসি সাহাদাত হোসেন টিটো আমাদের সময় ডটকমকে বলেন, জিজ্ঞাসাবাদ করতে এক যুবককে থানায় নিয়ে আসি। তার দেয়া কিছু তথ্যের ভিত্তিতে অপরাধীকে আমরা সনাক্ত করতে সক্ষম হয়েছি। তবে সেই অপরাধী গা ঢাকা দিয়েছে এবং তাকে গ্রেপ্তারে পুলিশের একটি বিশেষ টিম মাঠে কাজ করছে।
ঘাতক ব্যাক্তি মেয়েটিকে ডেকে নিয়ে একটি রুমে আটকে ফেলে। পরে মেয়েটিকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। এতে শিশু মেয়েটি চিৎকার শুরু করলে, সেই অপরাধী মেয়েটির কপালে আঘাত করে। পরে শিশুটির মুখমন্ডল চেপে ধরে তার ওপর অমানুষিক নির্যাতন চালায় সেই অভিযুক্ত বখাটে। এতে স্কুলছাত্রী জয়নব মৃত্যুর কোলে ঢলে পড়ে। পরে তার লাশ ওই বাঁশঝাড়ে ফেলে আসে। লাশ উদ্ধারের সময় নিহত জয়নবের হাতে চকলেট পাওয়া যায় এবং তার লাশের কপালে আঘাতের চিহ্ন দেখা যায়। বুধবার (১৮ ডিসেম্বর) লাশের ময়নাতদন্ত করানো হবে এবং যেকোনো মূল্যে এ হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিকে গ্রেপ্তার করা হবে।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, সোমবার (১৬ ডিসেম্বর) রাতে নলকূপ মেরামতের একটি যন্ত্র দিতে পাশের দাদার বাড়িতে যায় জয়নব। ঘর থেকে বের হওয়ার সময়ে সে তার মাকে বলে ’মা ভাত বাড় ক্ষুধা লাগছে, দাদার ঘর থেকে ফিরেই ভাত খাবো। মা ফেরদৌসা বেগম ভাত নিয়ে অপেক্ষা করলেও মেয়ে জয়নব ফিরে না আসায় খোঁজ করতে থাকে। রাত ব্যাপী খোঁজেও না পেয়ে পরিবারের লোকজন মঙ্গলবার দিনব্যাপী এলাকায় মাইকিং করে। বিকেলে গ্রামের এক মহিলা বাঁশঝাড়ে কঞ্চি আনতে গিয়ে দেখেন 'জয়নবের লাশ বিবস্ত্র অবস্থায় সেখানে ঝোপের ভেতর পড়ে আছে। পরে পরিবারের লোকদের খবর দেয় ওই নারী। সম্পাদনা : জহুরুল হক

  • সর্বশেষ
  • জনপ্রিয়