শিরোনাম
◈ অর্ধ ট্রিলিয়ন ডলারের মালিক হয়েও যে কারণে সাধারণ জীবনে ইলন মাস্ক, এত সম্পদ দিয়ে কী করেন? ◈ কারও দলীয় স্বার্থ বাস্তবায়ন অন্তর্বর্তী সরকারের কাজ নয়: তারেক রহমান ◈ যুক্তরাষ্ট্রে শত শত ফ্লাইট বাতিল, যাত্রীদের চরম ভোগান্তি ◈ কিছু দল জোরপূর্বক দাবি আদায় করতে চায় : আমীর খসরু ◈ ফ্যাসিবাদী গোষ্ঠী নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে জনগণই প্রতিরোধ করবে: আইজিপি ◈ দশম গ্রেডসহ তিন দফা দাবিতে আন্দোলনে প্রাথমিক শিক্ষকদের ওপর পুলিশের জলকামান ও টিয়ারশেল নিক্ষেপ ◈ ‘নলকূপ বসাতে গেলেই বেরিয়ে আসছে গ্যাস’ ◈ রেসলার‌দের রিংয়ে বাস্তবে হামলা, নিষিদ্ধ ডব্লিউডব্লিউই চ্যাম্পিয়ন ম্যাকইনটায়ার ◈ নতুন ১৬ নির্বাচন পর্যবেক্ষক সংস্থার বিষয়ে ইসির গণবিজ্ঞপ্তি ◈ নির্বাচনের বিষয়ে কথা বলতে আসিনি— রাজশাহীতে আসিফ নজরুল

প্রকাশিত : ১৭ ডিসেম্বর, ২০১৯, ০১:০৩ রাত
আপডেট : ১৭ ডিসেম্বর, ২০১৯, ০১:০৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টাকা-পয়সা নয়, সিন্দুক খুলে বের হলো ইয়াবা!

সুজন কৈরী : রাজধানীর পল্লবী ও শাহআলী এলাকায় রোববার রাতে পৃথক অভিযান চালিয়ে ৩২ হাজার পিস ইয়াবাসহ চার জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)। আটককৃতরা হলেন- মনি ইসলাম, মুরাদ হোসেন মাসুদ, রফিকুল ইসলাম, তৌফিক হোসেন ওরফে শাওন।

ডিএনসির খিলগাঁও সার্কেলের পরিদর্শক সুমনুর রহমান বলেন, গোপন তথ্যে প্রথমে মিরপুর ৬ নম্বরের বাজার কমপ্লেক্সের সামনে অভিযান চালিয়ে প্রথমে তৌফিক হোসেনকে ৫০০ পিস ইয়াবাসহ আটক করা হয়। পরে তার দেয়া তথ্যে মিরপুর ১ নম্বরের সনি সিনেমা হলের বিপরীতে কুশিয়ারা নামক অ্যাপার্টমেন্টের ১৬ তলায় একটি ফ্ল্যাটে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। ফ্লাটটি আটক মনির স্বামী মো. রাজু মোল্লা ওরফে সুজনের। তিনি পলাতক রয়েছেন। মনি আটকের পর তার দেয়া তথ্যে একই ভবনের ১৪ তলার একটি ফ্লাটে অভিযান চালোনো হয়। সেখানে একটি বড় সিন্দুক পাওয়া যায়। পরে তা খুলে ২৯ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক করা হয় মুরাদ ও রফিকুলকে।

সুমনুর জানান, পলাতক সুজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। ইয়াবার বড় ডিলার বলে পরিচিতি রয়েছে তার। গাড়ি ব্যবসায়ী পরিচয়ে ওই অ্যাপার্টমেন্টের ১৬ তলায় একটি ফ্লাট কেনেন। সেখানে স্ত্রীকে নিয়ে থাকতেন। এছাড়া তিনি একই অ্যাপার্টমেন্টের ১৪ তলায় একটি ফ্লাট ভাড়ায় নেন। সেখানে তার সহযোগী আটক মুরাদ ও রফিকুলকে রাখতেন। এছাড়া ওই ফ্লাটে একটি বড় সিন্দুক রাখেন। তার ভেতরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে রাখতেন। চাহিদামত সেখান থেকে বের করে সরবরাহ করতেন। জব্দ করা ইয়াবাগুলোও তিনি সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে সিন্দুকে রেখেছিলেন।

সুমনুর জানান, আটককৃতদের বিরুদ্ধে পল্লবী ও শাহআলী খানায় মাদক আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। পলাতক মনির স্বামী সুজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়