শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১৭ ডিসেম্বর, ২০১৯, ১২:৩০ দুপুর
আপডেট : ১৭ ডিসেম্বর, ২০১৯, ১২:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১৯ কোটি টাকার নকল প্রসাধনী ধ্বংস করেছে র‌্যাব

সুজন কৈরী : পুরান ঢাকার চকবাজার এবং কেরানীগঞ্জ এলাকায় নকল ও ভেজাল প্রসাধনীর গোডাউন ও কারখানায় অভিযান চালিয়েছে র‍্যাব-১০ এর ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৭ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে। জরিমানা করা হয়েছে ৪৯ লাখ টাকা এবং প্রায় ১৯ কোটি টাকার নকল প্রসাধনী জব্দ।

সোমবার র‌্যাব-১০ জানিয়েছে, শনিবার থেকে রোববার রাত পর্যন্ত ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার আলম। ব্যাটালিয়নের সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ আনিসুজ্জামান এবং স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি মো. রেজাউল করিমের সমন্বয়ে কেরানীগঞ্জ ও চকবাজারের ব্রক্ষণকীর্তা, জিঞ্জিরা, বড়িসুর, আমীরগঞ্জ ও মৌলভীবাজার এলাকায় একাধিক গোডাউন ও কারখানায় অভিযান চালানো হয়।

এ সময় অনুমোদনহীন, নকল, ক্ষতিকর ও নিম্নমানের প্রসাধনী তৈরি, মজুদ ও বাজারজাত করায় ৬ জনকে ২ বছর করে এবং ১ জনকে ১ বছরের কারাদন্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। ৪৯ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে প্রায় ১৯ কোটি টাকার নকল ও ভেজাল প্রসাধনী জব্দের পর ধ্বংস করা হয়। সেইসঙ্গে ১১ টি নকল ও ভেজাল প্রসাধনীর কারখানা ও গোডাউন সিলগালা করা হয়। দীর্ঘদিন ধরে এই অসাধু ব্যবসায়ীরা বিভিন্ন দেশি-বিদেশী নামীদামী ব্রান্ডের মোড়ক ব্যবহার করে নকল ও ভেজাল প্রসাধনী বাজারজাত করছে। কারাদন্ড প্রাপ্তদের কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়