শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০১৯, ০৮:২০ সকাল
আপডেট : ১৬ ডিসেম্বর, ২০১৯, ০৮:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুযোগ পেয়েও পয়েন্ট খুইয়ে বার্সাকে টপকাতে পারলো না রিয়াল

স্পোর্টস ডেস্ক : একদিন পরেই মাঠে গড়াবে এল ক্লাসিকো। লা লিগায় এ প্রতিদ্বন্দ্বীতামূলক ম্যাচের আগে সমান পয়েন্ট নিয়ে এগুচ্ছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। রিয়াল সোসিয়াদের বিপক্ষে হোঁচট খেয়ে বার্সার পয়েন্ট খোয়ানোর পথে হাটলো রিয়াল মাদ্রিদও। ভ্যালেন্সিয়ার সাথে ১-১ ব্যবধানে ড্র করে বার্সাকে টপকাতে পারলো না লস ব্লাঙ্কোসরা। ম্যাচের অন্তিম মুহূর্তে বেনজেমার গোলেই রক্ষা পায় রিয়াল। আর ১৬ ম্যাচে বার্সার সমান ৩৫ পয়েন্ট নিয়ে দুর্দান্ত লড়াই করে যাচ্ছে দুদল।

ভ্যালেন্সিয়ার মাঠে ম্যাচের শুরু থেকেই দু’দলই আক্রমনাত্মক থাকে। কেউ কাউকে বিন্দুমাত্র ছাড় দেয়নি। কিন্তু একের পর এক সুযোগ মিসের মহড়ায় গোলশূন্য ড্র নিয়ে বিরতি যায় দু’দল।

দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া রিয়াল ইস্কো এবং রদ্রিগোর পরিবর্তে মাঠে নামায় গ্যারেথ বেল এবং ভিনিসিয়াস জুনিয়রকে। কিন্তু তাতেও গোলের মুখ দেখছিল না ব্লাঙ্কোসরা। উল্টো ৭৮ মিনিটে পিছিয়ে পড়ে জিজুর দল। ড্যানিয়েল ওয়াসের পাস থেকে ভ্যালেন্সিয়াকে এগিয়ে দেন কার্লোস সোলার।

সমতায় ফিরতে মরিয়া হয়ে আক্রমণ চালায় রিয়াল। কিন্তু তাদের সামনে বাধা হয়ে দাঁড়ায় স্বাগতিকদের রক্ষণদেয়াল। নির্ধারিত সময়ের পর অতিরিক্ত পাঁচ মিনিটও শেষ হওয়ার পথে তখন। ঠিক সেই মুহুর্তে রিয়ালকে সমতায় ফেরান বেনজেমা। ডি-বক্সের ভেতর সুযোগ পেয়ে ভ্যালেন্সিায়ার জালে বল জড়িয়ে দেন তিনি। এরপর নিশ্চিত পরাজয়ের হাত থেকে বাঁচার আনন্দে মেতে ওঠে ব্লাঙ্কোসরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়