শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০১৯, ০২:৫৪ রাত
আপডেট : ১৬ ডিসেম্বর, ২০১৯, ০২:৫৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পিরিয়ডস নিয়ে পুরনো ট্যাবু ভাঙতে এই সিনেমা

রাশিদ রিয়াজ : শবরীকে তিনি সবদিন মনে রাখবেন। শবরী তাঁর খুব কাছের চরিত্র। শ্যুটিং পর্ব মিটতে এমনটাই বললেন ঋতাভরী চক্রবর্তী। সদ্য শেষ হয়েছে ভারতের পরিচালক অরিত্র মুখোপাধ্যায় পরিচালিত 'ব্রহ্মা জানেন গোপন কম্মোটি' সিনেমার শ্য়ুটিং।

মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন ঋতাভরী চক্রবর্তী এবং সোহম মজুমদার। অরিত্রর প্রথম ছবি। টলিউডের প্রথম জুটি হিসেবে কাজ করল সোহম-ঋতাভরী। আর শ্যুটিং এর শেষ দিনে মন ছুঁয়ে যাওয়া বার্তা দিলেন ঋতাভরী। তিনি লিখলেন, 'আমার জন্য স্মরণীয় হয়ে থাকবে এই কয়েকটা দিন। খুব ভালো সহ-অভিনেতা পেয়েছি।

তেমনই ভালো পরিচালক। রান্নাঘর থেকে ঠাকুর ঘর, মেয়েদের এতদিনকার সব ট্যাবু ভেঙে দেবে এই সিনেমা। এছাড়াও ভেঙে দেবে আমাদের অনেক পুরনো ভাব ধারা। আমাদের পুরুষতান্ত্রিক সমাজে এ ধরনের সিনেমার খুবই প্রয়োজন।

কারণ মেয়েরা এখনও সর্বসমক্ষে পিরিয়ডস নিয়ে কথা বলতে সংকোচ বোধ করি। প্রচুর রকম কুসংস্কার এখনও মেয়েদের উপর জোর করে আরোপ করা হয়। শবরী এবং বিক্রমাদিত্য এই সমাজের প্রতিটি প্রশ্নকে প্রত্যত্তরে বাধ্য করে।

বিয়ের আগে ও পরে মেয়েদের ঠিক কীরকম সমস্যার সম্মুখীন হতে হয় তা দেখানো হয়েছে। বিশেষত মেয়েদের পেশা যদি একটু অন্যরকম হয়'। ঋতাভরী আপাতত অপেক্ষা করছেন সিনেমা মুক্তির জন্য। মেয়েদের জন্য তিনি যা যা করলেন খুব শীঘ্রই তা সকলের সামনে আসুক এমনটাই চাইছেন। আগামী বছর মার্চে উইন্ডোজের ব্যানারে মুক্তি পাবে এই ছবি। টাইমস অব ইন্ডিয়া

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়