শিরোনাম
◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ প্রাথমিক স্কুলে অ্যাসেম্বলি বন্ধ রাখার নির্দেশ ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০১৯, ০৮:০০ সকাল
আপডেট : ১৬ ডিসেম্বর, ২০১৯, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেরপুরে অজ্ঞাত চোর সন্দেহ করা যুবকটির পরিচয়

তপু সরকার হারুন শেরপুর-১ : অবশেষে পরিচয় মিলেছে অজ্ঞাত চোর সন্দেহ করা যুবকটির । সে মানসিক প্রতিবন্ধী বলে জানিয়েছে ওই যুবকের স্বজনরা। নিহত ওই যুবকের নাম উসমান গনি । সেই সদর উপজেলার চকসাহাব্দী মধ্যপাড়ার মুস্তা আলী ওরফে মজিদ আলী ছেলে। ওই যুবক ইতিপূর্বে পাবনা মানষিক হাসপাতালে ভর্তি ছিল। ফেসবুকসহ নানা মাধ্যমে ছবি প্রকাশিত হওয়ার পর নিহত উসমান আলীর মামা ও চাচাত ভাই মরদেহের ছবি দেখে সনাক্ত করেন।

উল্লেখ্য ,গতকাল ভোররাতে সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের নন্দীর বাজার টালিয়াপাড়া গ্রামের সুজনের বাড়ীতে গেল রাত আনুমানিক ৪ টার দিকে চোর প্রবেশ করলে টের পেয়ে যান সুজনসহ বাড়ীর অন্যান্যরা। তখন তিনি ঘর থেকে বের হয়ে টর্চলাইটের অলোতে বাড়ীর চারদিক দেখতে থাকলে একপর্যায়ে লাইটের আলো পড়ে অজ্ঞাত ওই চোরের শরীলের উপর ।

এ অবস্থায় চোর দৌড়ে বাড়ীর পাশে থাকা কচুরীপানায় ভরপুর ডুবায় ডুব দেন । পরে স্থানীয়রা তাকে উঠে আসতে বললেও উঠে না আসায় খবর দেয়া হয় পুলিশকে। পরে পুলিশ ঘটনাস্থলের ওই ডুবায় থেকে ওই চোরকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। পরে শেরপুর সদর হাসপাতালে থাকা মরদেহটি সনাক্ত করতে জামালপুর থেকে পিবিআই সদস্যরা এসে মরদেহের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে। ‏সম্পাদনা : তন্নীমা আক্তার

  • সর্বশেষ
  • জনপ্রিয়