শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ১৫ ডিসেম্বর, ২০১৯, ১১:২০ দুপুর
আপডেট : ১৫ ডিসেম্বর, ২০১৯, ১১:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তানিদের মতো ভুয়া মুক্তিযোদ্ধাদেরও ঘাড় ধাক্কা দিয়ে বের করা হবে, বললেন সেলিম ওসমান

মনজুর এ অনিক, নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ ৫ আসনের সাংসদ সেলিম ওসমান বলেছেন, নারায়ণগঞ্জে যে সব ভুয়া মুক্তিযোদ্ধা রয়েছে তাদের স্ব উদ্যোগে সনদ বাতিল করতে আহবান। অন্যথায় তাদেরকে পাকিস্তানিদের মত ঘাড় ধরে বের করার ঘোষণা দিয়েছেন।

রোববার দুপুরে চাষাড়া রাইফেল ক্লাব প্রাঙ্গণে মুক্তিযোদ্ধাদের শ্যূটিং প্রতিযোগীতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসক ও রাইফেল ক্লাবের সভাপতি জসিম উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ন‚রুল হুদা, সদর উপজেলা কমান্ডার জুলহাস আহমেদ, রাইফেল ক্লাবের সাধারণ সম্পাদক খালেদ হায়দার খান কাজল প্রমুখ। স¤প্রতি নারায়ণগঞ্জে ১২ মুক্তিযোদ্ধার সনদ বাতিল করেন মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়।

এ বিষয়টি টেনে সেলিম ওসমান বলেন, তাদের সনদ বাতিল হয়েছে এটা লজ্জার বিষয়। হয়তো সনদ দেওয়ার আগে আমাদের ভুল ছিলো। যারা এখনো ভুয়া সনদ দিয়ে মুক্তিযোদ্ধা সেজেছেন তাদের বলছি দ্রুত নিজের উদ্যোগে বাতিলের আবেদন করেন। না হলে রাজাকার হতে বেশি ধিক্কার দেওয়া হবে।

এমপি সেলিম ওসমান আরও বলেন, মুক্তিযোদ্ধারা কখনো মরে না মরবেও না। মৃত্যুর পর মুক্তিযোদ্ধাদের জাতিয় পতাকা ও গার্ড অব অনার প্রদান করা হয়ে এটিই একটি বড় সম্মানের। আমি ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে প্রত্যেক স্কুলের ম্যানেজিং কমিটিতে একজন মুক্তিযোদ্ধা রাখার আহবান করছি। সম্পাদনা: জেরিন মাশফিক

  • সর্বশেষ
  • জনপ্রিয়