শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ১৫ ডিসেম্বর, ২০১৯, ০৯:৩৮ সকাল
আপডেট : ১৫ ডিসেম্বর, ২০১৯, ০৯:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট কোর্টের শৌচাগারটির বেহাল অবস্থা ভোগান্তিতে বিচার প্রার্থীরা

জিয়া উদ্দিন সিদ্দিকী, বরগুনা প্রতিনিধি: বরগুনার আমতলী উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে বিচার প্রার্থীদের জন্য নির্মিত শৌচাগারটি (টয়লেট) বেহাল দশায় পরিণত হয়েছে। এত ভোগান্তিতে পড়েছে আদালতে আসা বিচার প্রার্থীরা।

জানা গেছে, ১৯৮২ সালে আমতলী সরকারি কলেজের মধ্যে নির্মিত থানা পাবলিক অডিটরিয়ামে উপজেলা ম্যাজিষ্ট্রেট আদালতের কার্যক্রম শুরু হয়। ১৯৮৪-৮৫ অর্থ বছরে আমতলী থানা পাবলিক অডিটরিয়ামে থেকে ম্যাজিষ্ট্রেট আদালতের কার্যক্রম পরিচালনার জন্য উপজেলা পরিষদ কম্পাউন্ডের মধ্যে নির্মিত নতুন ভবনে স্থানান্তর করা হয়। সে সময় উপজেলা ম্যাজিষ্ট্রেট আদালতে আসা বিচার প্রার্থীদের জন্য আদালত চত্ত¡রের উত্তর পাশে একটি শৌচাগার নির্মাণ করা হয়। প্রতিদিন আদালতে আসা প্রায় ৫ শতাধিক বিচার প্রার্থীরা প্রাকৃতিক ডাকে সারা দিতে এ শৌচাগারটি ব্যবহার করে থাকেন। বর্তমানে শৌচাগারটি নোংরা, দূর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশের কারনে বিচার প্রার্থীরা তা ব্যবহার করতে পারছেন না। এ আদালত ভবন নির্মাণ করার পরে ২০১৬-১৭ অর্থ বছরে গণপূর্ত অধিদপ্তর একবার এ আদালত ভবন সংস্কার করলেও শৌচাগারটি সংস্কার করা হয়নি।

সরেজমিনে গিয়ে দেখাগেছে, শৌচাগারটি চারদিকে আগাছা ও ঝাড় জঙ্গলে ভরে রয়েছে। পানির টেপ থাকলেও তার অধিকাংশ ভাঙ্গা। অনেক টেপ থেকে পানি পড়ছেনা। কমোডগুলো নোংরা অবস্থায় পড়ে রয়েছে। দূর্গন্ধে কেহ ভিতরে ঢুকতে পারছেন না। শৌচাগারটিতে যাওয়ার রাস্তাটিও শ্যাওলা পড়ে পিচ্ছিল হয়ে আছে। বেহাল দশার কারনে অধিকাংশ বিচার প্রার্থীরা এ শৌচাগারটি ব্যবহার করেন না। এ কারনে ভোগান্তিতে পড়েছেন বিচার প্রার্থীরা। বিশেষ করে মহিলা ও শিশুদের বেশী সমস্যায় পড়তে হচ্ছে।

পুরুষ বিচার প্রার্থীরা আদালত চত্ত¡রের আশেপাশে প্রসাব করে পরিবেশ নোংড়া করে ফেলছে বলে একাধিক স্থানীয় লোকজন জানান।

এ বিষয়ে কথা হয় বিচার প্রার্থী মোমেনা বেগমের সাথে। তিনি জানান, কোর্টের লেট্রিনটি ব্যবহারের অনুপযোগী হওয়ায় আমাদের মহিলাদের অনেক সমস্যায় পড়তে হচ্ছে।

অপর বিচার প্রার্থী শাহআলম বলেন, আদালতের মধ্যে যে বাথরুটটা আছে তা ব্যবহারের অনুপযোগী। বাথরুমের চারদিকে ঝাড় জঙ্গলে ভরে রয়েছে। পানির কল ভাঙ্গা, নোংরা ও দূর্গন্ধে কেহ ভিতরে ঢুকতে পারে না।

বরগুনা জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি ও আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের সিনিয়র  আইনজীবী এ্যাড. এমএ কাদের মিয়া বলেন, বিচার প্রার্থীদের ব্যবহারের জন্য শৌচাগারটি দ্রুত সংস্কার করে ব্যবহার উপযোগী করা একান্ত প্রয়োজন। সম্পাদনা: জেরিন মাশফিক

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়