শিরোনাম
◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ১৫ ডিসেম্বর, ২০১৯, ০৯:২৪ সকাল
আপডেট : ১৫ ডিসেম্বর, ২০১৯, ০৯:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডায়পার পরা খুদে ক্রিকেটারের দুর্দান্ত ব্যাটিং, কোহলিকে দলে নিতে অনুরোধ করলেন কেভিন পিটারসেন

স্পোর্টস ডেস্ক : কতই বা বয়স হবে! সদ্য হাঁটা শিখেছে হয়তো। পরনে আবার ডায়পার। এই বয়সে এমন ব্যাটিং স্ট্যাইল। আবার স্ট্রেইট করছে খুদে ব্যাটসম্যান যেমন ফুটওয়ার্ক তেমনি বডি ব্যালেন্স। তার উপর অসাধারণ ব্যাট ফিনিশ। হিরে চেনার ক্ষমতা রয়েছে যার এমন কেউ এই খুদেকে দেখেই ভবিষ্যদ্বাণী করে দিতে পারেন। ঠিক যেমন করলেন ইংল্যান্ডের প্রাক্তন তারকা কেভিন পিটারসেন। ঠিকঠাক পরিচর্যা করতে পারলে এবং নজরে রাখলে এই খুদেকে একদিন হয়তো বড় কোনও ক্রিকেটীয় মঞ্চে দেখা যেতে পারে!

ভিডিও পুরনো। বেশ কিছুদিন আগে সেই খুদের ব্যাটিং করার একটি ভিডিও ভাইরাল হয়েছিলো। এই প্রোফাইল ওই প্রোফাইল ঘুরতে ঘুরতে সেই ভিডিও পৌঁছায় কেভিন পিটারসেনের টাইমলাইনে। তিনি সেটি দেখার পর মুগ্ধ। একেবারে কপিবুক ক্রিকেট শট খেলছে সেই খুদে। আর এমন ভিডিও বিরাট কোহলিকে দেখানোর লোভ সামলাতে পারলেন না কেপি।

বিরাটকে লিখলেন, ওকে তোমার দলে নিয়ে নাও। তুমি কি ওকে দলে নেবে? কেপির কথার উত্তর দিতে কোহলি বেশি সময় নেননি। তিনিও দ্রুত রিপ্লাই করেন। আর খুদের ব্যাটিং দেখে তিনিও যে মুগ্ধ তা ভারতীয় অধিনায়ক বুঝিয়ে দিলেন। বিরাট লিখলেন, ও কোথায় থাকে? ও তো অবাস্তব এক প্রতিভা!

এর আগে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাপ ডুপ্লেসিস ও প্রাক্তন অলরাউন্ডার জাক কালিস সেই খুদের ব্যাটিংয়ের ভিডিও দেখে মুগ্ধ হয়েছেন। গত মাসে ইংল্যান্ডের আরেক তারকা মাইকেল ভন সবার প্রথমে সেই খুদের ব্যাটিংয়ের ভিডিও টুইটারে দিয়েছিলেন। তার পর অনেকেই সেই খুদের ব্যাটিং স্টান্স দেখে অবাক হয়েছিলেন। শেষ পর্যন্ত ভারতীয় দলের অধিনায়ক যখন ভিডিও দেখে উৎসাহ বোধ করেছেন, এবার সেই খুদের আসল পরিচয় হয়তো পাওয়া যাবে!

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়