শিরোনাম
◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ১৫ ডিসেম্বর, ২০১৯, ০৮:৫৩ সকাল
আপডেট : ১৫ ডিসেম্বর, ২০১৯, ০৮:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তোরা ঘৃণ্য, আমি তোদের চিনি, চিনি তোদের পূর্বপুরুষদের

মুন তাসলিমা শেখ

গণহত্যাকারী, রাজাকার, আলবদর, আল শামস, শান্তি বাহিনীরা আমাদের দেশে কি করেছিলো তোমাদের কোনো ধারণা আছে? তোমরা তাদের ‘শহীদ’ বলো এবং জাসস্টিফাই করো যে তারা ধর্ম এবং পাকিস্তানের অখÐতার জন্য যুদ্ধ করেছিলো বলে তারা ‘শহীদ’ খেতাব পাওয়ার দাবিদার? কতোবড় সাহস তোমাদের? তারা গণহত্যার যে কটি নম্বর আছে প্রত্যেকটি আরও বেশি নৃশংসতার সঙ্গে করেছিলো। চার লাখ নারীকে তারা ক্যাম্পে তুলে দিয়েছিলো, লাখ লাখ মেয়েদের চামড়ায় পোকা হয়ে গিয়েছিলো। তারা শহীদ? কোথায় গিয়ে ঠেকেছো তোমরা? জার্মানিতে গিয়ে একবার হিটলারকে ‘শহীদ’ বলে দেখো। হিটলারের ফলোয়ারদের ‘বীর’ বলে দেখো। শহীদে তোমাদের কিছু যায় আসে না? শহীদ কিছু মিন করে না? কিন্তু তাদের জীবন দেয়া মাটিতে দাঁড়াও। আর জীবন দেয়া ওই উজবুক শহীদরা তোমাদের পায়ের নিচে মুখ থুবড়ে পড়ে আছে আজও। তাদের লাশটাও তুলতে পারোনি। শহীদ অর্থ তোমাদের কাছে কিছু নয়। শহীদ বোঝো না, জীবন উৎসর্গ বোঝো?
গণহত্যাকারীদের শহীদ বললে তোমাদের যাদের ভেতর ঘৃণার উদ্রেক হয় না, আমি তোমাদের চিনি। জ্ঞান কপচাবে না। অন্তত আমাদের সঙ্গে নয়। এখনো রাতে সে দুঃস্বপ্ন ফিরে আসে এ ৪৮ বছর পরও। এখনো আগুন কুÐলী পাকিয়ে আসে চারদিক থেকে। এখনো সোজা করে দাঁড়াতে পারিনি কেবল পরিবারের... সেসব কথা তোদের বলে লাভ নেই। তোরা ঘৃণ্য। আমি তোদের চিনি। চিনি তোদের পূর্বপুরুষদের। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়