শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ১৫ ডিসেম্বর, ২০১৯, ০৮:৫৪ সকাল
আপডেট : ১৫ ডিসেম্বর, ২০১৯, ০৮:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এসএ গেমসে ব্যর্থতার শতভাগ দায় বাফুফ কর্মকর্তাদের, বললেন তরফদার রুহুল আমিন

নিজস্ব প্রতিবেদক : গত ১০ ডিসেম্বর শেষ হয়েছে সাউথ এশিয়ান (এসএ) গেমসের ১৩তম আসর। এই আসরে বিগত সব রেকর্ড ভেঙ্গে দিয়েছে বাংলাদেশের প্রতিযোগিতারা। মোট ১৯টি স্বর্ণপদক জিতেছে লাল-সবুজ প্রতিনিধিরা। এরমধ্যে আর্চারিতে ১০ ইভেন্টেই স্বর্ণ পদক জিতেছে। কিন্তু ব্যর্থ ছিলো বাংলাদেশ ফুটবল। ভারত ও পাকিস্তান অংশ না নেয়ায় জামাল ভূঁইয়ারা যেখানে ফেভারিট দল ছিলো সেখানে ব্রোঞ্জ জিতলো বাংলাদেশ। এমন ব্যর্থতার শতভাগ দায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্মকর্তাদের বলে মন্তব্য করেছেন তরফদার রুহুল আমিন।

এসএ গেমসে ফুটবল দলের ভরাডুবির বিশ্লেষণ করতে বসে এসব কথা বলেছেন জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের মহাসচিব তরফদার রুহুল আমিন। তার মতে, ব্যর্থতা মেনে নিয়ে বাফুফফের দায়িত্বে থাকা কর্তাদের এখনই পদত্যাগ করা উচিত।

বিডিডিএফএ এর মহাসচিব তরফদার রুহুল আমিন বলেন, ‘বাংলাদেশ ফুটবল ফেডারেশন একেবারেই ব্যর্থ। এই যে বিজয়ের মাসে আমরা স্বর্ণ জিততে পারলাম না, এটা একটা কলঙ্কজনক ঘটনা।’

রুহুল আমিন মনে করেন, ফেডারেশন ফুটবলের ভীত মজবুত করতে ব্যর্থ হওয়ায় পারফরমেন্সের ধারবাহিকতা নেই দলের মধ্যে। এছাড়া তিনি আরও বলেন, ‘বাফুফের তত্ত্বাবধানে দেশের কোথাও কোনো ফুটবল চর্চা নেই। যা হচ্ছে তা সরকারি পর্যায়েই হচ্ছে।’

এই দায় মেনে নিয়ে কর্তাদের এখনই দায়িত্ব থেকে অব্যাহতি নেয়া উচিত। তিনি বলেন, ‘ফুটবলকে নিয়ে যে অবহেলা সেটা চরম পর্যায়ে পৌঁছেছে, আমি জানিনা আর কতদিন তারা এটা কন্টিনিউ করবে। তাদের বোধদয় হওয়া উচিত। তাদের স্বেচ্ছায় ফুটবল ফেডারেশন থেকে চলে যাওয়া উচিত। তা না করে তারা পরবর্তী নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে। বরং উল্টো বলছেন তারা নাকি ফুটবলের উন্নয়নের জন্য ৫০ শতাংশ কাজ করেছেন আর ৫০ শতাংশ কাজ বাকী আছে। পরবর্তী নির্বাচনের পর তারা বাকী কাজগুলো শেষ করবেন।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়