শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ১৫ ডিসেম্বর, ২০১৯, ১১:৪৫ দুপুর
আপডেট : ১৫ ডিসেম্বর, ২০১৯, ১১:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আগুন লেগেছে পশ্চিম বঙ্গে, মমতার সাফ কথা, এনআরসি বা নাগরিকত্ব, কোনও আইনই কার্যকর হবে না

সালেহ্ বিপ্লব : মুর্শিদাবাদ জেলার লালগোলা রেলস্টেশনে ৫টি খালি ট্রেনে আগুন লাগানো হয়। পোড়ানো হয়েছে ১৫টি বাস। নাগরিকত্ব সংশোধন আইনের বিরুদ্ধে আগে থেকেই উত্তাল ছিলো উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলি। বৃহস্পতিবার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ আইনটি অনুমোদন দেয়ার পর থেকেই ক্রমশ জটিল হতে থাকে পশ্চিমবঙ্গের পরিস্থিতিও। এনডিটিভি, আইএএনএস

শুক্রবার থেকেই রাজ্যের বিভিন্ন স্থানে চলছিলো সড়ক ও রেল অবরোধ। এর আগে একই রকম অগ্নিগর্ভ পরিস্থিতি সৃষ্টি হয় আসামে। গুয়াহাটিতে কারফিউ জারি করা হয়েছিলো, পরবর্তীতে ধীরে ধীরে নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়। কিন্তু পশ্চিম বঙ্গে উত্তেজনা ক্রমশই বাড়ছে, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শুরু থেকে যা বলেছেন, তাই বললেন আবারও। এনআরসি বা নাগরিকত্ব আইন, কোনোটাই কার্যকর হবে না বাংলায়। তবে কোনও উস্কানিতে পা দেবেন না, সোশাল মিডিয়ায় এমন আহ্বান জানিয়েছেন মমতা।

রাজ্যের মানুষকে শান্তিপূর্ণ আন্দোলন করার অনুরোধ জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ভুল বোঝাবুঝি তৈরি করবেন না। উত্তেজনা বা আতঙ্ক ছড়াবেন না, সা¤প্রদায়িক উস্কানিতে পা দেবেন না।

একই বার্তা দেন রাজ্যপাল জগদীপ ধনখড়। তা সত্তে¡ও নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে গোটা রাজ্য। মুর্শিদাবাদের পোড়াডাঙা, জঙ্গিপুর এবং ফারাক্কা স্টেশন এবং হাওড়া জেলার দক্ষিণ পূর্ব রেলপথে বাউরিয়া ও নলপুর স্টেশনে দফায় দফায় রেল অবরোধ করে বিক্ষোভকারীরা। তারা আগুন লাগিয়ে দেয় ৩টি সরকারি বাসসহ ১৫টি বাসে। সম্পাদনা : মাজহারুল ইসলাম

  • সর্বশেষ
  • জনপ্রিয়