শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৫ ডিসেম্বর, ২০১৯, ০৬:০৬ সকাল
আপডেট : ১৫ ডিসেম্বর, ২০১৯, ০৬:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এই দিনে আমাদের মেধাশূন্য করে দেওয়া হয়েছিল: শবনম ফারিয়া

ডেস্ক রিপোর্ট  : ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী এদেশের অনেক বুদ্ধিজীবীকে হত্যা করে। প্রতি বছর এ দিনটি এলেই বাঙালি স্মরণ করে সেই সব অমর আলোকবর্তিকাকে। দেশ রূপান্তরের কাছে দিবসটি নিয়ে নিজের ভাবনার কথা জানালেন শবনম ফারিয়া।

এখনকার জেনারেশনের লোকজনকে দেখলে আমার খুব আফসোস হয়। মুক্তিযুদ্ধ সম্পর্কে যতটুকু জানা আমার বাবার কাছ থেকে জেনেছি। আমার মনে হয়, এখন আমাদের দেশ প্রেম দেখানোর একমাত্র জায়গা সোশ্যাল মিডিয়া। একটা স্ট্যাটাস দিয়েই আমরা হিরো হয়ে যাই বা চেষ্টা করি। কিন্তু অ্যাক্টিভিটি দেখাতে পারি না। আমার মনে হয়, স্যাক্রিফাইস বলতে আসলে কি- সেটা বোধ হয় আমাদের পরের জেনারেশনরা খুব কম জানে। সেটা তাদের বোঝাতে পারলে ভালো হতো। উদ্‌যাপন করার চেয়ে একাত্তরের শহীদ বুদ্ধিজীবীদের স্যাক্রিফাইস সম্পর্কে জানানো বেশি প্রয়োজন।

কতটুকু স্যাক্রিফাইস করেছে তারা, সেটা সম্পর্কে সম্যক ধারণা দেওয়া দরকার। বুদ্ধিজীবী হত্যার ফলে আমাদের যে বিশাল ক্ষতি হয়েছে সেটা বলার মতো নয়। জহির রায়হানরা যদি বেঁচে থাকতেন তাহলে সিনেমার অবস্থা আজকের মতো শোচনীয় হতো না। আরও ভালো হতো। আরেকটু ডিফরেন্ট হতে পারত। এটা তো বিশাল ক্ষতি করে গেছে আমাদের।

এমনকি দেশের প্রত্যেকটা সেক্টরে যারা ভালো ভালো ব্যক্তি ছিলেন তারা দেশটাকে ডিফরেন্টভাবে উন্নত করতে পারত। পাকিস্তানিরা তো আমাদের গোড়াটাই কেটে দিয়ে গেছে। উনারা থাকলে হয়তো আমাদের উন্নতি আরও দ্রুত হয়ে যেত, উন্নতি করতে সময়টা কম লাগত। কিছু তো আমাদের মেধাবী লোক ছিল। পাকিস্তানিরা একাত্তরে আমাদের মেধা শূন্য করে দিয়ে গেছে। তারপরও তো আমরা মাথা তুলে দাঁড়িয়েছি। যারা আমাদের এ অবস্থায় রেখে গেছে তাদের থেকে তো আমরা ভালো আছি। এটাই আমাদের বড় প্রাপ্তি।

উৎসঃ দেশ রুপান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়