শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ১৫ ডিসেম্বর, ২০১৯, ০৫:৩১ সকাল
আপডেট : ১৫ ডিসেম্বর, ২০১৯, ০৫:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতে নাগরিক আইন বিরোধীদের উত্তর কোরিয়ায় চলে যেতে বললেন মেঘালয়ের রাজ্যপাল তথাগত রায়

সাইফুর রহমান : নাগরিক আইনের বিরুদ্ধে ভারতে চলমান অস্থিরতার মধ্যেই এমন বিতর্কিত মন্তব্য করলেন মেঘালয়ের রাজ্যপাল এবং প্রবীণ বিজেপি এই নেতা। বুধবার এক টুইটে তিনি বলেন, এই আইনের বিরুদ্ধে যারা বিক্ষোভ দেখাচ্ছেন, বিজেপি বিভেদের রাজনীতি করছে বলে যারা অভিযোগ করছেন, তাদের সকলের ভারত ছেড়ে উত্তর কোরিয়ায় চলে যাওয়া উচিত। এসময় তিনি ধর্মের নামেই দেশভাগ করা হয়েছিল এবং গণতন্ত্র মানেই বিভাজনকারী বলেও মন্তব্য করেন। এনডিটিভি, নিউজ১৮, ইন্ডিয়া টাইমস

তার এই মন্তব্যের পর শুক্রবার গভর্ণর হাউসের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন একদল বিক্ষোভকারী। এসময় বাইরের কেউ রাজ্যে ঢুকতে গেলে তাদের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করতে হবে বলে দাবি তোলেন তারা। বিক্ষোভকারীরা হাউসের ভেতরে প্রবেশের চেষ্টা চালালে লাঠিচার্জ করে পুলিশ। ফলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে এবং বেশ কয়েকজন হতাহত হয়।

উল্লেখ্য, বিতর্কিত মন্তব্যের জেরে এর আগেও সমালোচিত হয়েছিলেন প্রবীণ এই বিজেপি নেতা। গতবছর পুলওয়ামায় জঙ্গি হামলার পর কাশ্মীরিদের বয়কটের ডাক দিয়েছিলেন তিনি। এর আগে বাঙ্গালিদের কটাক্ষ করে তিনি বলেন, বাংলার সেই গৌরব আর নেই। হরিয়ানা থেকে কেরালা সব জায়গায় ঝাড়–দারের কাজ করছে বাংলার ছেলেরা। মেয়েরা মুম্বাইয়ের বারে নর্তকীর কাজ করছে বলেও ব্যাপক সমালোচনার তীরে বিদ্ধ হন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়