শিরোনাম
◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত

প্রকাশিত : ১৫ ডিসেম্বর, ২০১৯, ১২:০২ দুপুর
আপডেট : ১৫ ডিসেম্বর, ২০১৯, ১২:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১৬ পোলে ঝলমলে হবে রাজশাহী নগর

মুসবা তিন্নি : একটি লাইটের পোল থেকে প্রায় ৫০০ বর্গমিটার এলাকা জুড়ে আলো ঝলমলে হয়ে উঠবে। ওইসব এলাকায় আর ছোট লাইটগুলোর প্রয়োজনই পড়বে না। এমন উচ্চ ১৬টি পোল বসছে নগরীর বিভিন্ন জায়গায়। ইতোমধ্যেই রাজশাহী নগরীর এএইচএম কামারুজ্জামান চত্বরে প্রথম বসানো হয়েছে উচু বিদ্যুৎ লাইটের পোল। রাজশাহী সিটি করপোরেশন এ পোলগুলো বসাচ্ছে।

শুক্রবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় এই পোলটি বসানোর কাজ করা হয়। রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন উপস্থিত থেকে এই উচু পোল বসানোর কাজ তদারকি করেন। নগরজুড়ে ১৬টি স্থানে এই পোল বসানো হবে। এর জন্য ব্যয় ধরা হয়েছে প্রায় ৯ কোটি টাকা।

রাসিক সূত্র মতে, একেকটি পোলে ২০টি করে লাইট থাকবে। ফলে আশে-পাশে অন্তত ৫০০ বর্গমিটার এলাকাজুড়ে এই পোল আলোকায়িত করবে। এতে করে যেসব এলাকায় এই পোল বসবে সেখানে আর ছোট ছোট লাইটের পোল প্রয়োজন হবে না। একটা পোল থেকেই ওই এলাকার হাঁফ বর্গকিলোমিটার এলাকাজুড়ে আলোকায়িত করবে।

রাজশাহী সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী আশরাফুল বলেন, ‘এই পোলটি নগরীর ১৬টি স্থানে বসবে। এতে করে ছোট ছোট লাইটের পোলগুলো আর বেশি প্রয়োজন হবে না। নতুন এই সুউচ্চ পোলের কারণে যেমন বিদ্যুৎ সাশ্রয় হবে, তেমনি বার বার লাইট কেটে যাওয়া বা চুরি হওয়ারও ভয় থাকবে না। উঁচু পোলে ২০টি করে এলইডি লাইট ব্যবহার করা হবে। এতে করে ওই এলাকায় আলো ঝলমল করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়