শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ১৪ ডিসেম্বর, ২০১৯, ০৪:২৯ সকাল
আপডেট : ১৪ ডিসেম্বর, ২০১৯, ০৪:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিক্ষোভের জেরে শিলং সফর বাতিল অমিত শাহের

সময় টিভি: বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী বিল (সিএবি) পাসের জেরে চলমান বিক্ষোভে এবার শিলং সফর বাতিল করেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রোববার (১৫ ডিসেম্বর) শিলং সফর করার কথা ছিলো। একই সাথে বাতিল করা হয়েছে সোমবারের (১৬ ডিসেম্বর) প্রদেশ সফরও।

শুক্রবার (১৩ ডিসেম্বর) ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর বরাতে অমিত শাহ’র সফর বাতিলের খবর প্রতিবেদনে জানায় এনডিটিভি। প্রতিবেদনে আরো জানানো হয়, রোববার শিলং এ নর্থ-ইস্ট পুলিশ একাডেমিতে এক পাসিং আউট প্যারেড অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল অমিতের। এরপরের দিন অরুণাচলের টোয়াংয়ে এক অনুষ্ঠানেও উপস্থিত থাকার কর্মসূচি ছিল তার।

বাতিল করা সফরের বদলে শনিবার (১৪ ডিসেম্বর) নির্বাচনী প্রচারণায় ঝাড়খণ্ডে যাবেন অমিত সাহা।

নাগরিকত্ব বিলের প্রতিবাদে উত্তাল উত্তর-পূর্বের রাজ্যগুলো। আইন অনুসারে ২০১৫ সালের আগে পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশ থেকে ভারতে আসা অমুসলিম জনগণ তাদের ভারতীয় নাগরিকত্ব হারাবেন।

ইতিমধ্যে আসাম ও মেঘালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন পাঁচজন। কারফিউ জারিসহ মোতায়েন করা হয়েছে সেনা। সফল বাতিল করেছেন জাপানের প্রধানমন্ত্রীসহ বাংলাদেশের দুই মন্ত্রী।

বিলের ইস্যুতে বিক্ষোভ করছে ভারতের আসাম ও ত্রিপুরা রাজ্যের মানুষ। যার জেরে সেখানে বিপুল পরিমাণ সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

বিতর্কিত নাগরিকত্ব বিল (সিএবি) প্রত্যাহার করতে মোদী সরকারকে একাধিক খোলাচিঠি দিয়েছেন ভারতের বুকারজয়ী লেখক ও মানবাধিকারকর্মী অরুন্ধতী রায়সহ ছয় শতাধিক বিশিষ্ট ব্যক্তিরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়