শিরোনাম
◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা

প্রকাশিত : ১৪ ডিসেম্বর, ২০১৯, ০৬:৩১ সকাল
আপডেট : ১৪ ডিসেম্বর, ২০১৯, ০৬:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিজেপি বাংলার পাপ ভারতের অভিশাপ, বললেন মমতা

আরটিভি অনলাইন : ভারতীয় জনতা পার্টি (বিজেপি) বাংলার পাপ এবং ভারতের অভিশাপ বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি শুক্রবার দিঘা শহরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন। খবর ইরানের শীর্ষস্থানীয় নিউজ সাইট পার্সটুডের।
মমতা বন্দ্যোপাধ্যায় জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) ও নাগরিকত্ব আইনের বিষয়ে বলেন, কোনও ভয় নেই, শান্তিতে থাকুন, বিতাড়িত হওয়ার কোনও প্রশ্নই নেই।
তিনি বলেন, এনআরসি ও নাগরিকত্ব সংশোধনী বিল (ক্যাব) নিয়ে কেন্দ্রীয় সরকারকে বারবার বোঝানোর চেষ্টা করা হয়েছে। সব রাজ্যের আলাদা আবেগ আছে।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, বিজেপি সবকিছু গায়ের জোরে করছে। বাংলায় আমাদের সরকার এনআরসি ও ক্যাব কার্যকর করবে না। এখানে সবাই নাগরিক।
তিনি বলেন, আমি চাই জনগণ গণতান্ত্রিকভাবে এর প্রতিবাদ করুক। সব জায়গায় কাশ্মীরের মতো করে সবার মুখ বন্ধ করা যাবে না। পাঁচ বা ছয় মাস ধরে মানুষকে বন্দি করা যাবে না।
তৃণমূল নেত্রী বলেন, স্বাধীনতার পর অনেক দিকে নজর রেখে সংবিধান তৈরি হয়। হঠাৎ একটা দল ক্ষমতায় এসে গায়ের জোরে সব নিয়ম পালটাচ্ছে, এটা হয় না।
তিনি বলেন, আমরা অনেকদিন বিরোধী দলে ছিলাম। কখনও দাঙ্গার পরিবেশ তৈরি করিনি। বিজেপি সাম্প্রদায়িকতার পথ অনুসরণ করলেও আমরা করবো না।
নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে ১৬ ডিসেম্বর কলকাতায় মহামিছিল হবে বলে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা। তিনি এতে উপস্থিত থাকার কথা জানিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়