শিরোনাম
◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ১৪ ডিসেম্বর, ২০১৯, ০৬:১০ সকাল
আপডেট : ১৪ ডিসেম্বর, ২০১৯, ০৬:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রজন্ম মিরসরাইয়ের সোনা, রুপা, বোঞ্জ ও সিলভার মেডেল বিজয়ীদের হাতে পুরষ্কার বিতরণ

নূর আলম (প্রতিনিধি) : মিরসরাই উপজেলার শিক্ষাবান্ধব সামাজিক সংগঠন প্রজন্ম মিরসরাইয় সৃজনশীল রচনা প্রতিযোগিতা ২০১৯ এর চার ক্যাটাগরিতে গোল্ড, রৌপ্য, বোঞ্জ ও সিলভার মেডেল বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেয়া হয়েছে।

শুক্রবার (১৪ ডিসেম্বর) বিকাল তিনটায় মিরসরাই উপজেলা অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে মোট চার ক্যাটাগরিতে মেধা অনুসারে মোট ৩০ জন সেরাদের সেরা শিক্ষার্থীকে মেডেল তুলে দেয়া হয়। সরকার হাট এন আর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সোনার মেডেল বিজয়ী অর্পিতা দেবী সহ প্রথম ক্যাটাগরিতে মোট ১০ জন পায় রৌপ্য মেডেল, দ্বীতৃয় ক্যাটাগরিতে ১০ জন শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয় বোঞ্জের তৈরি মেডেল এবং তৃতীয় ক্যাটাগরিতে ১০ জনকে দেয়া হয় সিলভার মেডেল। সেইসাথে সেরাদের সেরা ৩০ জন সহ ১ম ধাপ মোট ১০০ জনকে সার্টিফিকেট প্রদান করা হয়।

প্রজন্ম মিরসরাইয়ের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন রিফাতের সঞ্চালনায় সভাপতি ওমর ফারুকের সভাপতিত্ব পুরষ্কার বিতরনী অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন

বীর মুক্তিযোদ্ধা ও দায়রা জজ ( অব:) জসীম উদ্দিন ভুঁইয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই মাধ্যমিক শিক্ষা অফিসার হুমায়ন কবির, মিরসরাই মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হোসাইন সবুজ , প্রজন্ম মিরসরাইয়ের নির্বাহী পরিচালক ও প্রতিষ্টাতা সভাপতি ইউনুচ নূরী, প্রজন্ম মিরসরাইয়ের আজীবন মেম্বার মোস্তাফিজুর রহমান লিটন, প্রজন্ম মিরসরাইয়ের পরিচালক দেলওয়ার হোসেন, ফোরকান ভুঁইয়া, মামুনুর রশিদ মামুন , সংগঠনের বর্তমান কার্যকর কমিটির সদস্য ও সকল সাধারন সদস্যরা।

উল্লেখ্য, এই রচনা প্রতিযোগিতার প্রথম ধাপে মিরসরাই উপজেলার প্রায় চার হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরে বিভিন্ন বিদ্যালয়ের অভিজ্ঞ শিক্ষকদের মাধ্যমে যাচাই-বাছাই করে সেরা ১০০ জন শিক্ষার্থী নির্বাচন করা হয়। নির্বাচিতদের মধ্য থেকে চূড়ান্ত পরীক্ষা নেওয়া হয়। যাদের মধ্য থেকে নির্বাচন করা হলো সেরাদের সেরা শিক্ষার্থীদের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়